ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ শুরু সংসদ অধিবেশন

প্রকাশিত: ০৫:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৮

আজ শুরু সংসদ অধিবেশন

সংসদ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন আজ রবিবার বিকেল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৯ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্যই এই অধিবেশন ডাকা হয়েছে। ফলে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। অবশ্য ২২তম অধিবেশন দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনও হতে পারে। ফলে এ অধিবেশনের মেয়াদ বাড়তেও পারে। তবে আজ বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় ২২তম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে। এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। এদিকে দশম জাতীয় সংসদের সম্ভাব্য শেষ অধিবেশন হিসেবে আসন্ন অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অধিবেশনে সড়ক পরিবহন, ডিজিটাল নিরাপত্তা ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন বিলসহ বেশ ক’টি গুরুত্বপূর্ণ বিল পাস হবে। এছাড়াও জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান, এটাই এই সংসদের শেষ অধিবেশনে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নির্বাচনকালীন সরকারের আমলে দুই মাসের মধ্যে সংসদ অধিবেশন বসার বাধ্য-বাধকতা না থাকলেও সংসদ কার্যকর থাকছে। প্রয়োজনে যে কোন সময় রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডাকতে পারেন।
×