ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিসরে ৭৫ ব্রাদারহুড সদস্যের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৮

মিসরে ৭৫ ব্রাদারহুড সদস্যের মৃত্যুদণ্ড

জনকণ্ঠ ডেস্ক ॥ ২০১৩ সালের এক সহিংসতার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রায় সাতশ জনের সাজার রায় দিয়েছে মিসরের একটি আদালত। রায়ে মুসলিম ব্রাদারহুডের ৭৫ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সংগঠনটির একজন জ্যেষ্ঠ নেতা। কারাদ-ের সাজা পেয়েছেন প্রায় ছয়শ জন। খবর বিবিসির। ২০১৩ সালের ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারালেও শনিবার দেয়া আদালতের রায়ে নিরাপত্তাবাহিনীর কোন সদস্যের বিরুদ্ধে সাজা ঘোষিত হয়নি। সেজন্য মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এ রায়কে বিচারের নামে প্রহসন আখ্যা দেয়া হয়েছে। ২০১২ সালের ৩০ জুন মিসরের নির্বাচিত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মোহাম্মদ মুরসি। সেনাপ্রধান জেনারেল সিসির ক্ষমতা দখলের পক্ষে সমর্থন ছিল ইসরাইল, সৌদি আরব ও আরব আমিরাতের। সেসময় মুরসির সমর্থকরা প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিলে। তখন তাদের ওপর চড়াও হয়েছিল সরকারী বাহিনী। নিষিদ্ধ করা হয়েছিল ব্রাদারহুডকে। আর মুরসির ঠিকানা হয়েছিল কারাগারে। সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে হত্যার মতো অভিযোগ ছাড়াও সহিংসতা ছাড়ানোর অভিযোগ আনা হয়েছিল। সরকার দাবি করেছিল, বিক্ষোভকারীদের অনেকের কাছে ছিল অস্ত্র এবং তারা নিরাপত্তা বাহিনীর আট সদস্যকে হত্যা করেছে। যদিও প্রথমে সরকার নিরাপত্তা বাহিনীর ৪০ জন সদস্যের নিহত হওয়ার দাবি করেছিল। ২০১৩ সালে আয়োজিত কর্মসূচীতে প্রায় ৮০০ আন্দোলনকারী প্রাণ হারিয়েছিল।
×