ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিমেন্সের সঙ্গে চুক্তি

সবচেয়ে বড় বিদ্যুতকেন্দ্র হচ্ছে পায়রায়

প্রকাশিত: ০৮:১৫, ৮ সেপ্টেম্বর ২০১৮

সবচেয়ে বড়  বিদ্যুতকেন্দ্র  হচ্ছে  পায়রায়

স্টাফ রিপোর্টার ॥ তিন হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুতকেন্দ্র হচ্ছে পটুয়াখালীর পায়রায়। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই কেন্দ্র যৌথভাবে নির্মাণ করবে জার্মানির সিমেন্স এজি এবং বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডবিøউপিজিসিএল)। আমদানি করা এলএনজি নির্ভর হবে এই বিদ্যুতকেন্দ্র। দুই দশমিক ৮০ বিলিয়ন ডলার ব্যয়ের এ প্রকল্পের দুই দশমিক ৪০ বিলিয়ন আসবে ঋণ থেকে। বাকি ৪০০ মিলিয়ন ডলার থাকবে মূলধন হিসেবে। দুই সংস্থা সমানভাবে সরবরাহ করবে। শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ প্রকল্প বাস্তবায়নে সিমেন্স ও নর্থওয়েস্টের মধ্যে যৌথ উন্নয়ন চুক্তি (জেডিএ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে সই করেন সিমেন্সের পক্ষে কোম্পানিটির প্রেসিডেন্ট (গ্যাস এবং ওয়ার) রিচার্ড ক্লেটন রেজিং এবং নর্থওয়েস্টের কোম্পানি সচিব দীপক কুমার ঢালী। এর আগে গত বছরের ৫ নবেম্বর সমঝোতা স্মারকে সই করে দুই সংস্থা।
×