ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্রান্সকে রুখে দিল জার্মানি

প্রকাশিত: ০৫:২৭, ৮ সেপ্টেম্বর ২০১৮

 ফ্রান্সকে রুখে দিল জার্মানি

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে শুর হয়েছে উয়েফা নেশন্স কাপ। ইউরোপের সব দেশকে নিয়েই এই ইউরো মিনি কাপের আয়োজন করেছে উয়েফা। টুর্নামেন্টের প্রথমদিনই মুখোমুখি হয়েছিল ফ্রান্স-জার্মানি। শেষ পর্যন্ত রোমাঞ্চকর গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে দুই দলের লড়াই। ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। পুরো টুর্নামেন্টে গতিশীল ফুটবল খেলে প্রতিপক্ষকে নাকানি-চুবানি খাইয়েই চ্যাম্পিয়ন হয়েছে দিদিয়ের দেশমের দল। অন্যদিকে ঠিক উল্টো চিত্রনাট্য জার্মানির। রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়নরা; যা নিজেদের ইতিহাসে জার্মানদের সবচেয়ে লজ্জাজনক পারফর্মেন্স। জার্মানরা যেমন লজ্জার তেমনি রাশিয়া থেকেই গৌরবময় ইতিহাস গড়ে ফরাসীরা। সেই টুর্নামেন্ট থেকে ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে ফেরার পর বৃহস্পতিবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামে ফ্রান্স-জার্মানি। তবে বায়ার্ন মিউনিখের মাঠ এলিয়াঞ্জ এ্যারেনায় ম্যাচের প্রথমার্ধে তেমন উত্তেজনা ছড়াতে পারেনি দুই দলের কেউ। প্রথমার্ধে জার্মানরাই দাপট দেখিয়েছে বল দখলের লড়াইয়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই উত্তাপ ছড়িয়েছে। তবে সেখানেও ফরাসীদের তুলনায় জার্মানদের আধিপত্য ছিল। জার্মানি-ফ্রান্স ড্র করলেও এদিন জয় পেয়েছে ইউক্রেন, ওয়েলস, জর্জিয়া, আর্মেনিয়া, নরওয়ে, বুলগেরিয়া এবং মেসিডোনিয়া। সবচেয়ে বড় জয়টা এদিন পেয়েছে গ্যারেথ বেলের ওয়েলস। এদিন তারা ৪-১ গোলে হারিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে। এদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোবিহীন পর্তুগালকে হারাতে পারল না ক্রোয়েশিয়া। ইউরো চ্যাম্পিয়নদের সঙ্গে ড্র করেছে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপরা। বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পেপের গোলে সমতা ফেরায় পর্তুগাল। দুটি গোলই হয় প্রথমার্ধে। ঘরের মাঠে প্রথম সুযোগ পায় পর্তুগাল। জুভেন্টাস ডিফেন্ডার জোয়াও কানসেলোর ক্রসে ব্রুমার চেষ্টা রুখে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক লোভরে কালিনিচ। একাদশ মিনিটে নিজেদের প্রথম সুযোগ পায় ক্রোয়েশিয়া। মাতেও কোভাচিচের বুলেট গতির শট ঝাঁপিয়ে কোনমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন রুই পাত্রিসিও। সেই কর্নারে মিলান বাদেলেইয়ের চেষ্টা একটুর জন্য লক্ষ্যে থাকেনি। অষ্টাদশ মিনিটে এগিয়ে যায় গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে আসা বল ফাঁকায় পেয়ে যান পেরিসিচ। ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হারের ম্যাচেও দলের প্রথম গোলটি করেছিলেন তিনি। পিছিয়ে পড়ার পর যেন জেগে ওঠে পর্তুগাল। ক্রোয়েশিয়ার রক্ষণে চাপ বাড়াতে থাকে ইউরো চ্যাম্পিয়নরা। ৩২তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনাল্ডোর অনুপস্থিতিতে এই ম্যাচে পর্তুগালকে নেতৃত্ব দেয়া পেপে। কর্নার থেকে পিসিসর দারুণ ক্রস জটলা থেকে সবার উঁচুতে লাফিয়ে অসাধারণ এক হেডে জাল খুঁজে নেন বেসিকতাসের ডিফেন্ডার পেপে। বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে উরুগুয়ের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। কদিন আগে উয়েফার সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা লুকা মদ্রিচ ছিলেন অনুজ্জ্বল। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন ক্রোয়েশিয়ার কোচ। দ্বিতীয়ার্ধেও অতিথিদের রক্ষণকে চেপে ধরে পর্তুগাল।
×