ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালদ্বীপ-শ্রীলঙ্কার ড্রয়ে শেষ চারে ভারত!

প্রকাশিত: ০৫:২৭, ৮ সেপ্টেম্বর ২০১৮

  মালদ্বীপ-শ্রীলঙ্কার ড্রয়ে শেষ চারে ভারত!

স্পোর্টস রিপোর্টার ॥ পবিত্র দ্বীপ আর দ্বীপের মালভূমির মরণপণ লড়াই। সেই লড়াইয়ে কোন পক্ষই জেতেনি, হারেনি। অথচ তাতে কি না লাভবান হলো তৃতীয় পক্ষ! এমনটাই ঘটেছে শুক্রবার, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সাফ সুজুকি কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে এদিন শ্রীলঙ্কা (যার নামের অর্থ পবিত্র দ্বীপ) গোলশূন্য ড্র করে মালদ্বীপের (যার নামের অর্থ দ্বীপের মালভূমি) সঙ্গে। এই ড্রয়ের ফলে এই দুই দলের সেমিতে ওঠার ভাগ্য ঝুলে গেলেও এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে নাম লিখিয়েছে এই আসরের সর্বাধিক (৭ বার) ও সর্বশেষ চ্যাম্পিয়ন ভারত। ১ ম্যাচে তাদের পয়েন্ট ৩। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মালদ্বীপের সংগ্রহ ১ ম্যাচে ১ পয়েন্ট। আর ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে লঙ্কানরা। ৯ সেপ্টেম্বর ম্যাচে ভারতের কাছে মালদ্বীপ ৩-০ গোলে হেরে গেলে সেমিতে ভারতের সঙ্গী হতে পারে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা-মালদ্বীপ দুই দলের মধ্যেই কিছু মিল আছে। দুই দেশই দ্বীপ রাষ্ট্র। দুটি দেশই পাশাপাশি অবস্থিত। দুটি দেশই প্রাকৃতিক সৌন্দর্যে অতুলনীয়। দুটি দেশই স্বাধীনতা অর্জন করেছে ইংরেজদের হাত থেকে (শ্রীলঙ্কা ১৯৪৮ এবং মালদ্বীপ ১৯৬৫ সালে)। দুই দেশই সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে একবার করে। শুক্রবারের ম্যাচটি ড্র হওয়াতে চলামান আসরে এই প্রথম কোন ম্যাচে গোল খরা গেল। ২০০ নম্বর ফিফা র‌্যাঙ্কিংধারী লঙ্কানদের চেয়ে বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল ১৫০ ফিফা র‌্যাঙ্কিংধারী মালদ্বীপ (৬২%-৩৮%)। তারপরও বেশ ক’বার আক্রমণ করেছে লঙ্কান দলও। সবমিলিয়ে ম্যাচটি ছিল বেশ উপভোগ্য, পরিচ্ছন্ন, গতিশীল এবং আক্রমণাত্মক। এ নিয়ে ১৭ বার মুখোমুখি হলো দু’দল। ৭টিতেই জিতেছে মালদ্বীপ। ২টিতে জিতেছে শ্রীলঙ্কা। বাকি ৮ ম্যাচ ড্র হয়। ম্যাচের দ্বিতীয় মিনিটে হাসান নিয়াজের ক্রসে বক্সে বল পেয়ে পোস্টের খুব কাছ থেকে হেড নেন ইব্রাহিম ওয়াহেদ হাসান। কিন্তু বল বিপদমুক্ত করেন লঙ্কান গোলরক্ষক। ৭ মিনিটে বক্সের বাইরে থেকে মালদ্বীপের হামজাদ মোহামেদের ডান পায়ের শট আটকে দেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা। ১৬ মিনিটে আলী ফাসিরের ডান পায়ের ফ্রি কিক বার পোস্টে লেগে ফেরত আসে। ২২ মিনিটে বাঁ প্রান্ত থেকে শ্রীলঙ্কার আসেলা মাধুসানের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। ২৬ মিনিটে হামজাদ মোহামেদের থ্রো বাঁ প্রান্ত থেকে বাঁ পায়ের এক চমৎকার শট নেন হাসান নিয়াজ। তবে গোল হয়নি। ৫৪ মিনিটে বক্সের ভেতরে আলী ফাসিরের ডান পায়ের তীব্র শট অল্পের জন্য লক্ষ্যভষ্ট হলে গোলবঞ্চিত হয় মালদ্বীপ। ৬৬ মিনিটে শ্রীলঙ্কার আশিকুর রহমানের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মালদ্বীপ গোলরক্ষক। সামান্য বাইরে দিয়ে চলে যায়। ৬৭ মিনিটে লঙ্কার নাইজার ফজলের শটটিও একইভাবে কর্নারের বিনিময়ে বাঁচান মালদ্বীপ গোলরক্ষক। ৭১ মিনিটে লঙ্কার অনরুদ্ধর শটটি মালদ্বীপের গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ৭৩ মিনিটে লঙ্কার কাভিন্দুর ডান পায়ের শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। ৮৩ মিনিটে কাভিন্দু ২ বার এবং আসেলা ১ বার বক্সের ভেতর থেকে শট নিয়ে গোল করতে ব্যর্থ হন। ৮৪ মিনিটে লঙ্কার চারিয়াথের ডান পায়ের শট পোস্টের ডান পাশ ঘেঁষে মিস হয়। ৮৬ মিনিটে মালদ্বীপের ইব্রাহিম লঙ্কার পোস্টের বাঁ দিক দিয়ে বাইরে চলে যায়। ৯৩ মিনিটে লঙ্কার হার্ষা ফার্নান্দো এবং আশিকুরের গোলপ্রচেষ্টা অল্পের জন্য মিস হয়। ৯৪ মিনিটে মালদ্বীপের ইব্রাহিমের গোলপ্রচেষ্টা ব্যর্থ হলে হতাশায় পোড়ে মালদ্বীপ দল। শেষ পর্যন্ত রেফারি খেলা শেষের বাঁশি বাজালে গোলশূন্য ড্রতেই মাঠ ছাড়ে উভয় দল।
×