ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই কারণে হকি দল পাকিস্তান যাচ্ছে না!

প্রকাশিত: ০৫:২৫, ৮ সেপ্টেম্বর ২০১৮

  দুই কারণে হকি দল পাকিস্তান যাচ্ছে না!

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) নতুন একটি প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছিল। কয়েকটি গ্রুপের হকি সিরিজ ওপেন নামে প্রতিযোগিতাটি হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে। তাতে বাংলাদেশের গ্রুপের খেলা হওয়ার কথা ছিল পাকিস্তানে। ২৩ জুলাই নির্বাহী কমিটির সভাতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হলেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফলে পাকিস্তানে যাচ্ছে না বাংলাদেশ হকি দল। এ জন্য দুটি কারণ দেখিয়েছে ফেডারেশন। আগামী ২০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্ট থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে ওমান ও শ্রীলঙ্কা। র‌্যাঙ্কিংয়ের নিচে থাকা আফগানিস্তান, কাতার কিংবা কাজাখস্তানের বিপক্ষে খেললে নিজেদের উন্নতি হবে না। তাই রাওয়ালপিন্ডি না যাওয়াকেই ভাল মনে করছেন হকি কর্মকর্তারা। তার ওপর যুক্ত রয়েছে নিরাপত্তাহীনতা। সবকিছু মিলিয়ে তারা পাকিস্তান সফর বাতিল করেছে।’
×