ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জিততে হলে সেরাটা দিতে হবে ॥ জেমি ডে

প্রকাশিত: ০৫:২৪, ৮ সেপ্টেম্বর ২০১৮

 জিততে হলে সেরাটা দিতে হবে ॥ জেমি ডে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ফুটবলকে আমূলে পাল্টে দিয়েছেন জেমি ডে। ইংলিশ এই কোচের ছোঁয়ায় দারুণ সাফল্য পাচ্ছে লাল-সবুজের দেশ। চলমান সাফ চ্যাম্পিয়নশিপে টানা দু’টি ম্যাচ জিতে সেমিফাইনালের দরজায় কড়া নাড়ছে স্বাগতিকরা। আজ শেষ গ্রুপ ম্যাচে নেপালের বিরুদ্ধে খেলবেন জামাল, তপুরা। ম্যাচটির আগে অনেক সমীকরণ, হিসেব-নিকেশ সামনে আসছে। ড্র করলেও বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তবে হারলে বাদ পড়ার শঙ্কাও থাকছে। নেপাল তাদের সর্বশেষ ম্যাচে ভুটানকে যেভাবে উড়িয়ে দিয়েছে তাতে সবাই মুগ্ধ। মুগ্ধ হয়েছেন বাংলাদেশ কোচও। তাদের বিরুদ্ধে মাঠে নামার আগে প্রশংসা করেছেন প্রতিপক্ষের। ৩৮ বছর বয়সী জেমি ডে বলেন, আমরা জানি কঠিন একটা ম্যাচ হবে। নেপাল ভাল দল। পাকিস্তানের বিপক্ষে তাদের দুর্ভাগ্য ছিল যে শেষ মুহূর্তে গোল হজম করেছে। ভুটানের বিপক্ষে চার গোলে জিতেছে। সব বিভাগেই তারা সেরা একটা দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা মেলে ধরতে হবে। আমরা সবাই জানি ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। তবে ছেলেরাও প্রস্তুত আছে। আশাকরি ভাল একটা ম্যাচ হবে। টাইট সিডিউলের কারণে চারদিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশকে। এটিকে অনেকেই নেতিবাচক হিসেবে দেখছেন। অনেকের শঙ্কা, সেমিফাইনালে গেলে তখন ক্লান্তি ভর করতে পারে সাদ, সুফিলদের। এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেন, আসলে চারদিনের মধ্যে তিনটি ম্যাচ খেলা ছেলেদের জন্য অবশ্যই কঠিন। একটা ম্যাচের আগে মাত্র একদিন সময় পেয়েছি। এর মধ্যেই আমাদের সবকিছু করতে হচ্ছে। বিশ্রামের সময়ও পাচ্ছে না ছেলেরা। এটা সত্যিই কঠিন। তবে এতকিছুর পরও আমি খুব আশাবাদী আমরা সেমিফাইনালে ওঠব। আজকের ম্যাচের আগে সমীকরণ সবার মুখে মুখে। বাংলাদেশের প্রয়োজন ১ পয়েন্ট। আর এক গোলে হারলে এবং ভুটানের বিপক্ষে পাকিস্তান জিতলে টুর্নামেন্ট থেকে বিদায় নিবে বাংলাদেশ। এ প্রসঙ্গে জেমির ভাষ্য, হার! আসলে ফুটবলে অনেক কিছুই হতে পারে। গ্রুপপর্বের প্রথম দুটি ম্যাচ জিতে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়াটা হবে হতাশাজনক। আমি কখনই এমন পরিস্থিতির মধ্যে পড়ি নাই। আশাকরি এবারও পড়ব না। আশাকরি ভাল ফুটবল খেলে আমরা শেষ চারে চলে যাব। ভুটানের বিরুদ্ধে নেপালের খেলা দেখে রীতিমতো মুদ্ধ বাংলাদেশ কোচ। আজকের প্রতিপক্ষের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, অসাধারণ পারফর্মেন্স করেছে নেপাল। তারা চার গোল দিয়েছে। র‌্যাঙ্কিংয়েও তারা আমাদের চেয়ে এগিয়ে। ম্যাচটা কঠিন হবে; কিন্ত আমি আমার বিশ্বাস সেমিফাইনালে যেতে পারব। এক পয়েন্ট নয়, নেপালের বিপক্ষে আমরা জিততে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য। জেমি ডে বলেন, দুটি ম্যাচে আমরা কোন গোল খাইনি। আমাদের ডিফেন্ডাররা ভাল করেছে। গোলরক্ষক শহিদুল আলমও নিজের সেরাটা মেলে ধরেছে। আমি আসলে কোন পজিশন নয়, সব বিভাগের খেলাতেই সন্তুষ্ট। আমাদের ২০ ফুটবলারই সেরা। মিডফিল্ডে মাসুক মিয়া জনি ফ্যান্টাস্টিক পারফর্মেন্স করছে, বিপুলও অসাধারণ খেলেছে। এই তরুণ তুর্কিদের নিয়েই অনেকদূর এগিয়ে যাওয়ার স্বপ্ন জেমির। বলেন, ১২ সপ্তাহে কঠিন পরিশ্রম করেছে ছেলেরা। এটা তারই ফল। এক, দুই ম্যাচ জেতা মানেই সব জেতা নয়। আমাদের অনেক দূর যেতে হবে।
×