ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজিবি বিএসএফ সম্মেলন শেষ ॥ সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের অঙ্গীকার

প্রকাশিত: ০৫:১৯, ৮ সেপ্টেম্বর ২০১৮

 বিজিবি বিএসএফ সম্মেলন শেষ ॥ সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার ॥ নয়াদিল্লীতে বিজিবি বিএসএফ-এর সীমান্ত সন্মেলনে দুই মহাপরিচালক যৌথ বিবৃতিতে দুদেশের সীমান্ত রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার অঙ্গীকার করেছেন। তারা দুদেশের মধ্যেকার বেশ কিছু ইস্যুতে নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন এবং ভবিষতে তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন- বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম ও বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা। বিবৃতিতে বলা হয়, সীমান্তে হতাহতের ঘটনা এখনও শূন্যের কোঠায় নেমে না আসায় বিজিবি উদ্বেগ প্রকাশ করে। বিএসএফ মহাপরিচালক বলেন, সীমান্তে বিএসএফ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে। এমনকি সশস্ত্র অপরাধীদের হামলার শিকার হয়েও বিএসএফ সর্বোচ্চ সহিঞ্চুতা প্রদর্শন ও ন্যূনতম শক্তি প্রয়োগ করে যাচ্ছে। সীমান্ত অপরাধীদের দ্বারা অবৈধ আক্রমণ প্রতিহত করেই হতাহতের সংখ্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব। এ বিষয়ে উভয়পক্ষ প্রতিরোধমূলক যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। এ সময় বিএসএফ মহাপরিচালক ভারতীয় বিচিছন্নতাবাদী গোষ্ঠীদের অনুসন্ধানে বিজিবিসহ অন্যান্য সংস্থার সহযোগিতার প্রশংসা করে এ বিষয়ে আরও সহযোগিতা আশা করেন। বিজিবি মহাপরিচালক সহযোগিতার আশ্বাস দেন। এতে উভয়পক্ষ সীমান্ত লঙ্ঘনকারীদের উভয় দেশের নিজ নিজ দেশের কাছে সোপর্দ করতে সম্মত হয়েছেন।
×