ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উন্নয়নের বার্তা পৌঁছে দিতে আওয়ামী লীগের ট্রেনযাত্রা শুরু আজ

প্রকাশিত: ০৫:১২, ৮ সেপ্টেম্বর ২০১৮

 উন্নয়নের বার্তা পৌঁছে দিতে আওয়ামী লীগের ট্রেনযাত্রা  শুরু আজ

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ বিএনপি-জামায়াত জোটের শাসন আমলে চরম দৈন্যদশায় পড়েছিল ট্রেন। সে সময় ট্রেন ভ্রমণে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল। লোকসানে বিএনপি ট্রেনকে ডুবিয়ে দিয়েছিল। আওয়ামী লীগের টানা ১০ বছরের ক্ষমতায় ট্রেনের ব্যাপক উন্নতি ঘটেছে। নতুন নতুন কোচ, দ্রুতগতির আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। যাত্রী সাধারণ ট্রেন ভ্রমণে হুমরি খেয়ে পড়েছে। কৌশলে বৈচিত্র্যের যেন বিশাল ফারাক। দেশের সার্বিক উন্নয়নে সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। সরকারের গৃহীত পদক্ষেপের কারণেই এটা সম্ভব হয়েছে। এমন বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিতে শনিবার সকালে ঢাকা হতে দিনব্যাপী উত্তরবঙ্গের নীলফামারী পর্যন্ত ট্রেন যাত্রা শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। ইতিপূর্বে দেশের রাজনীতিতে নেতাদের সড়ক পথ, নদীপথ এবং আকাশ পথে গিয়ে জনসভা, পথসভা বা রাজনৈতিক কর্মসূচীতে অংশ নিতে দেখা গেলেও ট্রেনে বৃহৎ পরিসরে নির্বাচনী ট্রেন যাত্রা এবারই প্রথম। এ ট্রেন যাত্রাকে দলটির দেশের রাজনীতিতে নতুনত্ব যোগের পাশাপাশি বৈচিত্র্য আনতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি। বিএনপির বিগত শাসন আমল ও আওয়ামী লীগের চলমান ১০ বছরের শাসন আমলের পার্থক্য বাস্তবতায় ট্রেন যাত্রায় আওয়ামী লীগের প্রতিনিধিদল সাধারণ মানুষজনকে দেখিয়ে দিতে চান। সংবিধান অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। সেই সঙ্গে নবেম্বরের শুরুতে কিংবা মাঝামাঝি ঘোষণা হতে পারে নির্বাচনী তফসিল। তাই গত দশ বছরের অর্জনকে জনগণের সামনে তুলে ধরে ভোটারদের মন জয়ে মাঠে নামছে ক্ষমতাসীনরা। শনিবার সকাল আটটায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনে চড়ে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির নীতিনির্ধারক মহল বলছে, এই সফরের মধ্যে দিয়ে সরকারের গত দুই মেয়াদের উন্নয়নের চিত্র সরাসরি জনগণের কাছে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি, সাধারণ মানুষজনের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের একটি যোগাযোগ যেমন তৈরি হবে, ঠিক তেমনই সফররত অঞ্চলের তৃণমূলের আন্তঃকলহ ও স্থানীয় নেতাদের মধ্যকার বিভেদ দূর করতে মিলবে মোক্ষম সুযোগ। দলীয় সূত্রমতে, শনিবার নীলফামারী পর্যন্ত ট্রেন যাত্রার সফরের মধ্য দিয়ে শুরু হয়ে এমন সাংগঠনিক প্রক্রিয়া চলবে নির্বাচনের আগ পর্যন্ত। এই সুযোগে দেশের সব সাংগঠনিক ইউনিট এবং এর তৃণমূলকে কেন্দ্রীয় নির্দেশনার বাইরে না যাওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে আসবে দলটির কেন্দ্রীয় নেতারা। শনিবার সন্ধ্যায় ট্রেন থেকে নেমে কেন্দ্রীয় নেতারা রাতে নীলফামারী শিল্পকলা একাডেমি কর্মী সমাবেশ করবেন। এর আগে এই ট্রেন যাত্রাপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত রেল স্টেশনগুলোতে যাত্রা বিরতি নেয়া হবে। এসময় মোট ১১টির মতো সংক্ষিপ্ত পথ সভায় অংশ নেবেন আওয়ামী লীগের নেতারা। ট্রেনে গিয়ে একদিনে এত রাজনৈতিক সমাবেশ করাও দেশের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা। উত্তরবঙ্গের ট্রেন যাত্রায় সফরকারী দলের নেতৃত্ব দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং আনোয়ার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা। ঢাকা হতে নীলফামারী পর্যন্ত উত্তরবঙ্গ সফরে ১১টির মতো পথ সভায় অংশ নেবে। এতে করে সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগের একটা যোগাযোগ তৈরি হবে। আওয়ামী লীগের পক্ষে কি বলতে চাচ্ছে, সেটাও সাধারণ মানুষজন জানতে পারবে। এতে করে আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হবে, সাধারণ মানুষও উজ্জীবিত হবে। দেশের অগ্রগতি চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা জানতে পারবে। এতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তৃণমূলের কর্মী, সাধারণ ভোটার এবং আপামর জনসাধারণের সরাসরি যোগাযোগ সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে এমন সফর। যে রেলে এক সময় মানুষ যাতায়াত করত না। সেই রেল আওয়ামী লীগ কোন জায়গায় নিয়ে এসেছে। এর মধ্য দিয়ে সেই বার্তা দেশের জনগণের কাছে পৌঁছে যাবে। দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এই সফরে আমরা বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতির সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এর পাশাপাশি, রেল যাত্রীদের সঙ্গেও কথা বলব। তাদের মনোভাব জানব এবং আমাদের কথাগুলো তাদের সামনে তুলে ধরব। রাজনীতিতে বৈচিত্র্য আনতেই আওয়ামী লীগের এমন উদ্যোগ দাবি করে তিনি বলেন, শুধু দলীয় নেতাকর্মী এবং ভোটার নয়; আপামর জনগণ এ রেল যাত্রাকে অভিনন্দন জানাবে বলে আমরা মনে করছি। আমরা রাজনীতিতে বৈচিত্র্য আনতে চাই। আমাদের এ ইচ্ছা উত্তরবঙ্গ সফরের মধ্য দিয়ে ধীরে ধীরে জনগণের কাছে আমরা তুলে ধরব। দলের এমন কর্মসূচীর মূল টার্গেট আরও বেশি জনগণের কাছাকাছি পৌঁছানো এবং তাদের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরা বলেও জানান আওয়ামী লীগের এ নেতা। সৈয়দপুর সংবাদদাতা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন প্রচারসহ দলীয় দিক-নির্দেশনা দিতে ট্রেন যাত্রা করছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এরই অংশ হিসেবে আজ শনিবার বিকেলে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সামনে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হবে। এ সময় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হবে জানিয়ে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন বলেন, সেতুমন্ত্রীসহ কেন্দ্রীয় নেতাদের বরণ এবং পথসভা সফল করতে দলের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। এরপর নীলফামারীতে পথসভা শেষে সেখানে সার্কিট হাউসে রাত্রী যাপন করবেন। পরের দিন (রবিবার) সৈয়দপুর সড়ক ও জনপথ দফতরের রেস্ট হাউসে রংপুর সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। এরপর সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে প্রেস ব্রিফিং শেষে বিমান যোগে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। এদিকে, সেতুমন্ত্রীর পথসভা ঘিরে মঞ্চসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোটা রেলওয়ে স্টেশনসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুনে ও বিলবোর্ড লাগানো হয়েছে। শোভা পাচ্ছে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র ও স্লোগান। সান্তাহারে সাজ সাজ রব ॥ নিজস্ব সংবাদদাতা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির নেতৃত্বে কেন্দ্রীয় এক ডজনেরও বেশি নেতৃবৃন্দ ট্রেন যাত্রার মাধ্যমে উত্তরাঞ্চল সফরে আসছেন। এ সফর ঘিরে বগুড়ার জংশন শহর সান্তাহার তথা বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের আওয়ামী লীগের নেতা ও কর্মী-সমর্থকদের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে, দেখা দিয়েছে চাঙ্গাভাব। বিশেষ করে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা ব্যানার ও বিলবোর্ড বানানো ও টানানো নিয়ে কর্মব্যস্ত সময় পাড় করছেন। ট্রেন যাত্রার চলতি পথে বগুড়ার সান্তাহার জংশনে স্থানীয় আওয়ামী লীগ জনসভা করবে। এজন্য সান্তাহার স্টেশনের এক ও দুই নম্বর প্লাটফর্মের মাঝখানে মঞ্চ স্থাপন করা হয়েছে।
×