ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দোহারে ২৩ কেজি সোনাসহ পাঁচজন গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩৮, ৮ সেপ্টেম্বর ২০১৮

 দোহারে ২৩ কেজি সোনাসহ পাঁচজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকার দোহার থানার মৈনট ঘাট এলাকা থেকে ২৩ কেজি ৩২৮ গ্রাম ওজনের ২০০টি স্বর্ণের বার উদ্ধার করেছে র‌্যাব-১১ সদস্যরা। যার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা। এ সময় গ্রেফতার করা হয়েছে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ৫ সক্রিয় সদস্যকে। র‌্যাব-১১ এর একটি দল শুক্রবার সকালে মৈনট ঘাট এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। গ্রেফতারকৃত স্বর্ণ চোরাচালান চক্রের সদস্যরা হলো- মোঃ মহসীন খান (৪৭), ফিরোজ আহম্মেদ (৩৪), মোঃ সিদ্দিকী (৪৬), মোঃ মিজান (৩৪) ও আমিনুল ইসলাম (৪৭)। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে র‌্যাব-১১ এর সিও (অধিনায়ক) কমান্ডার রাসেল আহমেদ কবীর, বিএন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর আশিক বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন, সহকারী পুলিশ সুপার শাহ মোঃ মশিউর রহমান ও সহকারী পুলিশ সুপার মহিতুল ইসলাম প্রমুখ। তিনি জানান, র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক শ্রেণীর অসাধু স্বর্ণ চোরাকারবারি চক্রের কিছু সদস্য চোরাচালানের মাধ্যমে অবৈধ উপায়ে স্বর্ণবার অভিনব কায়দায় ও সু-কৌশলে ঢাকা হতে মৈনট ঘাট ব্যবহার করে যশোর হয়ে ভারতে পাচারের জন্য বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল শুক্রবার সকাল ৮টায় ঢাকা জেলার দোহার থানার মৈনট ঘাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেক পোস্টে তল্লাশি চলাকালীন ২টি ত্রি-হুইলার সিএনজিযোগে চেকপোস্টের কাছে নেমে সাধারণ যাত্রীবেশে সু-কৌশলে ঘাট পারাপারের জন্য ঘাটের দিকে অগ্রসর হতে থাকে। তারা র‌্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ২০০টি স্বর্ণের বারসহ আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ৫ সক্রিয় সদস্যকে হাতে নাতে আটক করা হয়। প্রেস ব্রিফিংয়ে সিও আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের অভিনব কায়দায় তৈরিকৃত কোমরের বেল্ট ও জুতার ভেতর হতে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ছাড়াও তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোনসহ নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। ২০০টি স্বর্ণের বারের মোট ওজন ২৩ কেজি ৩২৮ গ্রাম, স্বর্ণের গুণগতমান ২৪ ক্যারেট এবং বিশুদ্ধতার মান শতকরা ৯৯.৯৯ ভাগ। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৯ কোটি টাকা।
×