ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০৪:১০, ৮ সেপ্টেম্বর ২০১৮

 বাল্যবিয়ে থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৭ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার কেন্দুল গ্রামের আব্দুস সাত্তারের নবম শ্রেণী পড়ুয়া কন্যা রেমি আক্তারের বাল্যবিয়ে বন্ধ করে দিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র রায়। জানা যায়, জয়পুরহাট পৌর এলাকার পূর্ব ধানমন্ডি গ্রামের আব্দুস সাত্তারের পুত্র রাজু আহমেদের (২৮) সঙ্গে কেন্দুল গ্রামের আব্দুস সাত্তারের নবম শ্রেণী পড়ুয়া কন্যা রেমি আক্তারের বিয়ের অনুষ্ঠান আয়োজন করে। এই খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র রায় থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি ছেলে ও মেয়ের বাবা এবং অন্যদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানালে তারা বিবাহ দেয়া থেকে বিরত থাকে।
×