ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিমলায় বাড়ি দখলের চেষ্টা ॥ অগ্নিসংযোগ ভাংচুর

প্রকাশিত: ০৪:১০, ৮ সেপ্টেম্বর ২০১৮

 ডিমলায় বাড়ি দখলের চেষ্টা ॥  অগ্নিসংযোগ ভাংচুর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ হরিজন সম্প্রদায়ের এক পরিবারের বসতভিটা দখলের চেষ্টায় হামলা চালিয়েছে প্রতিপক্ষ। হামলায় হীরালাল ভুঁইমালী (১৪) নামের এক কিশোরকে কুপিয়ে গুরুতর জখম, তাদের বসতবাড়ির রাধা কৃষ্ণের প্রতিমা ভাংচুর করে মন্দিরে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। শুক্রবার সকাল ১০টার দিকে ডিমলা উপজেলা সদরের বাবুরহাট গ্রামের শিব মন্দির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামের মৃত তমদ্দিনের ছেলে আতাউর রহমান (৪৫) ও ডিমলা সদরের বাবুরহাট গ্রামের মৃত চাটি মামুদের ছেলে মহুবার রহমানসহ (৫০) ২০/২৫ জন এই হামলা চালায়। মৃত নারায়ন ভুঁইমালীর বড় ছেলে কৈলাশ ভুঁইমারী বলেন, প্রতিপক্ষ আতাউর রহমান ও মহুবার রহমান আমার নাবালক ছোট ভাই হীরালাল ভুঁইমালীর অংশের ১৮ শতক জমির মধ্যে ১১ শতক জমির জাল দলিল সৃষ্টি করে ওই জমি দখলে হামলা চালায়। বাধা দিতে গেলে হামলাকারীর ছোটভাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ওই বাড়ির পারিবারিক পূজা ম-পের রাধা কৃষ্ণের প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। আহত হীরালাল ভুঁইমালীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীদের সেখানে পাওয়া যায়নি।
×