ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাগরে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময় পেছানোর দাবি

প্রকাশিত: ০৪:০৯, ৮ সেপ্টেম্বর ২০১৮

 সাগরে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময়  পেছানোর  দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাগরে ইলিশ আহরণের ওপর নিষেধাজ্ঞার সময় পেছানোর দাবি জানিয়েছে সামুদ্রিক মৎস্য আহরণকারী সমিতি। মৎস্যজীবী ও বোট মালিকদের অবস্থার কথা বিবেচনা করে বাংলাদেশ মৎস্য অধিদফতরের মহাপরিচালক বরাবরে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির মহাসচিব আমিনুল হক সরকার জানান, ইলিশ প্রজননের স্বার্থে প্রতি বছরের মতো এবারও ৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে বলে তারা জেনেছেন। কিন্তু এ বছর বৈরী আবহাওয়ার কারণে নিয়মিত মৎস্য আহরণ করা সম্ভব হয়নি। তাছাড়া জলদস্যুদের নির্যাতন, লুটতরাজ, অপহরণ ও মুক্তিপণ আদায়ের কারণে অনেক মালিক ও মাঝিমাল্লা আর্থিক ও মানসিকভাবে খুবই কষ্টের মধ্যে রয়েছে। এ অবস্থায় ৭ অক্টোবর হতে মৎস্য আহরণ নিষিদ্ধ হলে বোট মালিক ও মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হবে। সমিতির পক্ষ থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ৭ অক্টোবরের পরিবর্তে নবেম্বর মাসের প্রথম সপ্তাহে কার্যকর করার দাবি জানানো হয়েছে।
×