ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজেট দেখেই বোঝা যায় দেশ এগিয়ে গেছে ॥ এলজিইডি মন্ত্রী

প্রকাশিত: ০৪:০৯, ৮ সেপ্টেম্বর ২০১৮

  বাজেট দেখেই বোঝা যায়  দেশ এগিয়ে গেছে ॥ এলজিইডি  মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৭ সেপ্টেম্বর ॥ এক সময় সারাদেশের বাজেট ছিল ৭ হাজর কোটি টাকা, এখন শুধু পিরোজপুর জেলাতেই প্রায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে, দেশ যে এগিয়ে গেছে এটাই তার প্রমাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (এমপি) শুক্রবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভান্ডারিয়া উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমির সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি)। এ ছাড়া বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, এলজিইডির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খলিলুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জাতীয় পার্টি জেপির যুগ্ম মহাসচিব মনিরুল হক মনি জমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম, ভা-ারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ খসরু।
×