ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রঘুনাথপুর গণহত্যা দিবস আজ

প্রকাশিত: ০৪:০৮, ৮ সেপ্টেম্বর ২০১৮

 রঘুনাথপুর গণহত্যা  দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৭ সেপ্টেম্বর ॥ কচুয়ায় উপজেলার কাদলা ইউনিয়নে অবস্থিত রঘুনাথপুর বাজার। বাজারটি কচুয়া, হাজীগঞ্জ ও মতলব এই তিন উপজেলার মেহনায় অবস্থিত। ডাকাতিয়া নদীর নৌযান চলাচলের মহাসংযোগ প্রবাহিত বিশাল বোয়ালজুড়ি খালের তীরে রঘুনাথপুর বাজারটি তৎকালীন ছিল জমজমাট। তিন থানার মুক্তিযোদ্ধাদের জন্য এলাকাটি মুক্তাঞ্চল হিসেবে পরিচিতি ছিল। যুদ্ধকালে হাজীগঞ্জ উপজেলার কিছু সহযোদ্ধা মুক্তাঞ্চল ভেবে কোন প্রকার ডিফেন্স ছাড়াই রঘুনাথপুর বাজারে অস্ত্র সঙ্গে নিয়ে ঢুকে পড়ে। তারা কেউ চুল কাটানোয় কেউ ছবি উঠানো নিয়ে ব্যস্ত ছিল। কিছুক্ষণের মধ্যে রাজাকারবাহিনী বিপরীত দিক হতে বাজারে ঢুকে ঘেরাও করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। মুক্তিযোদ্ধারা বিচ্ছিন্নভাবে পজিশনে গেলেও আত্মরক্ষায় গুলি চালিয়ে পিছু হটতে বাধ্য হয়। কিন্তু মুক্তিযোদ্ধা মতিন পজিশনে থাকা অবস্থায় আটকা পড়ে এবং এক সময় তার গুলি ফুরিয়ে যায়। শত্রুবাহিনীর ব্রাশফায়ারে মতিনের জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে যায়। অগণিত লাশের মধ্যে যে কয়জনের নাম জানা যায় তারা হলেন, শহীদ মোঃ শামছুল হক, শহীদ জুনাব আলী, শহীদ নজরুল ইসলাম ভূইয়া, শহীদ মোয়াজ্জেম হোসেন, শহীদ আবু মিয়া (ধড্ডা), শহীদ আনছর আলী মিস্ত্রী (মনপুরা), শহীদ শামছুল হক-২ ও স্বর্গীয় গিরিস চন্দ্র সরকার প্রমুখ। শহীদদের স্মরণীয় করে রাখতে রঘুনাথপুর বাজারে একটি ছোট স্মৃতিস্তম্ভ রয়েছে। এলাকাবাসীর দাবি, রঘুনাথপুর গণহত্যা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণীয় করে রাখতে একটি সৌন্দর্যম-িত স্মৃতিস্তম্ভ নির্মাণ করা।
×