ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার ॥ স্বামী উধাও

প্রকাশিত: ০৪:০৬, ৮ সেপ্টেম্বর ২০১৮

 নওগাঁয় অন্তঃসত্ত্বা গৃহবধূর  লাশ উদ্ধার ॥ স্বামী উধাও

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ সেপ্টেম্বর ॥ শুক্রবার মান্দায় পায়খানার রিং হাউজ থেকে সজনী খাতুন (২৮) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের চকভালাইন হঠাৎপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ ওই গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী। ঘটনার পর থেকে ঘাতক স্বামী ওয়াজেদ আলী পলাতক। স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের জের ধরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্বামী ওয়াজেদ আলী তার স্ত্রী সজনী খাতুনকে বেদম মারপিট করে। শুক্রবার সকাল থেকে তাদের দু’জনকে বাড়িতে আর দেখা যায়নি। সকাল ৯টার দিকে প্রতিবেশী আব্দুল খালেকের বাড়ির পেছনে পায়খানার রিং হাউজের ভেতরে সজনীর লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়া হয়। স্থানীয়রা জানান, নিহত সজনীর স্বামী ওয়াজেদ আলী বখাটে প্রকৃতির যুবক। গত ২৬ জুলাই একটি চুরি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছিল। ঈদের আগে আদালত থেকে সে জামিনে বেরিয়ে আসে। . নরসিংদীতে গৃহবধূ স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তাহেরুন্নেছা (৬০) নামে এক গৃহবধূ খুন হয়েছে। সদর উপজেলার মাধবদী থানাধীন কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদি গ্রামে শুক্রবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের আবুল কাশেমের স্ত্রী তাহেরুন্নেছার ঘরে রাতের বেলায় ইটপাটকেল নিক্ষেপ করা হতো। এ নিয়ে প্রতিবেশী ইব্রাহিমের সঙ্গে তার শত্রুতা চলে আসছিল। ঘটনার দিন সকালে তাহেরুন্নেছা তার রান্নাঘরে নাস্তা তৈরি করার সময় ইব্রাহিমের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইব্রাহিম ক্ষুব্ধ হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে তাহেরুন্নেছাকে খুন করে। মাধবদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান,এলাকাবাসী সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
×