ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে ইউজিসির সভা

প্রকাশিত: ০৪:০৪, ৮ সেপ্টেম্বর ২০১৮

 পাবলিক বিশ্ববিদ্যালয়  উপাচার্যদের সঙ্গে  ইউজিসির সভা

ইউজিসি ডিজিটাল লাইব্রেরি (ইউডিএল)-কে টেকসই করার লক্ষ্যে পাবলিক বিশ^বিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় দেশের পাবলিক বিশ^বিদ্যালয়সমূহের উপাচার্য, উপউপাচার্য, গ্রন্থাগারিক ও ইউজিসির পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। ইউজিসি সচিব ড. মোঃ খালেদ সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবদুল মান্নান বলেন, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে বর্তমানে দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণে ইউডিএল ই-রিসোর্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে ই-রিসোর্স ব্যবহার এবং এর সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বরোপ করেন। -বিজ্ঞপ্তি।
×