ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সজল-উর্মিলার ‘আয়না ঘর’

প্রকাশিত: ০৩:৫০, ৮ সেপ্টেম্বর ২০১৮

 সজল-উর্মিলার  ‘আয়না ঘর’

স্টাফ রিপোর্টার ॥ আরটিভিতে আজ শনিবার রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘আয়না ঘর’। নাটকের মূল গল্প মাহবুব করিম, নাট্যরূপ হাসি ইকবাল। নাটকটি পরিচালনা করেছেন ইকবাল ইব্রাহিম পলাশ। ‘আয়না ঘর’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, উর্মিলা শ্রাবন্তী কর, আব্দুল হান্নান শেলী, শাহেলা আক্তার, লায়ন মোঃ জসিম উদ্দিন, মোঃ শাহজাহান (মিজান) প্রমুখ। ‘আয়না ঘর’ নাটকের গল্পে দেখা যাবে অনন্যা আর দীপ্ত দু’জন দু’জনকে ভালবাসে। দীপ্ত বড় লোকের ছেলে আর অনন্যা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাদের ভালবাসার কথা এক সময় দুই পরিবারে জানাজানি হয়। দীপ্তর বাবা শরাফত অনন্যার বাবাকে দেখা করতে বলে তাদের বিয়ে পাকাপাকি করার জন্য। অনন্যার বাবা জাহাঙ্গীর দীপ্তর বাবার সঙ্গে দেখা করতে তার অফিসে যায়। কিন্তু অফিসে গিয়ে দীপ্তর বাবাকে দেখে চমকে ওঠে জাহাঙ্গীর। দেখা যায় তাদের মধ্যে পূর্ব পরিচয় রয়েছে। দীপ্তর বাবার সঙ্গে অনন্যার ফুফুর প্রেমের সম্পর্ক ছিল কিন্তু দীপ্তর বাবা তাকে ফেলে যাওয়ার কারণে সে আত্মহননের পথ বেছে নিয়েছিল। অনন্যার বাবা দীপ্তর বাবাকে দেখার পর তার সেই পুরনো কথা মনে পড়ে যায়। তিনি অনন্যাকে দীপ্তর সঙ্গে বিয়ে দিতে অস্বীকৃতি জানান। দীপ্তর বাবা ভয়ে থাকেন যদি দীপ্ত তার অতীত অপকর্মের কথা জেনে যান, তাই তিনি তার সহকর্মী মিজানের মাধ্যমে অনন্যাকে অপহরণ করেন। অনন্যার বাবা বাধা দেয়াতে তাকে গুলি করে হত্যা করা হয়। দীপ্ত অনন্যাকে পাগলের মতো খুঁজতে থাকে। অনন্যাদের ভাড়া বাসা থেকে শুরু করে যেসব জায়গায় তারা দেখা করতে যেত সে জায়গাগুলোতে সে খুঁজতে থাকে। কিন্তু অনন্যাকে কোথাও খুঁজে পায় না। এক সময় দীপ্তর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর ঘটতে থাকে বিচিত্র ঘটনা। এভাবেই গড়ে উঠেছে ‘আয়না ঘর’ নাটকের গল্প।
×