ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে প্রেসিডেন্ট প্রার্থী আহত

প্রকাশিত: ০৩:৪৫, ৮ সেপ্টেম্বর ২০১৮

 ব্রাজিলে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে প্রেসিডেন্ট  প্রার্থী আহত

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ডানপন্থী এক প্রার্থীকে তার কর্মী সমর্থকদের ভিড়ের মধ্যেই ছুরি মেরে আহত করা হয়েছে। কট্টর ডানপন্থী দল সোশ্যাল লিবারেল পার্টির নেতা জাইর বোলসোনারো বর্ণবাদী ও বিতর্কিত নানা বক্তব্যের জন্য সমালোচিত হলেও সম্প্রতি জনমত জরিপগুলোতে তার অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছিল। বৃহস্পতিবার ব্রাজিলের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে ভোটের প্রচারের সময় বোলসোনারো হামলার শিকার হন। খবর বিবিসির। চিকিৎসকদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বোলসোনারোর পেটের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। আগামী মাসে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন। দুর্নীতির অভিযোগে কারাদণ্ড পাওয়া ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডা. সিলভার প্রার্থী হওয়ার পথ আটকে দিয়েছে আদালত। লুলা আদালতের ওই আদেশের বিরুদ্ধে সুপ্রীমকোর্টে আপীল করেছেন। শেষ পর্যন্ত যদি লুলা নির্বাচনে অংশ নিতে না পারেন তবে বোলসোনারোই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হবে বলে জনমত জরিপগুলোতে আভাস পাওয়া গেছে।
×