ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় আঞ্চলিক শীর্ষ বৈঠকে যোগ দেবেন শি জিনপিং

প্রকাশিত: ০৩:৪৪, ৮ সেপ্টেম্বর ২০১৮

  রাশিয়ায় আঞ্চলিক শীর্ষ বৈঠকে যোগ দেবেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়ায় এক আঞ্চলিক শীর্ষ বৈঠকে যোগ দেবেন। কর্মকর্তারা শুক্রবার এ কথা বলেছেন। এ শীর্ষ বৈঠকে যোগ দিতে পারেন উত্তর কোরীয় নেতা কিম জং উন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সরকারপ্রধানরাও। খবর এএফপির। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভøাদিভস্তকে ১১-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশগ্রহণের জন্য কিমকে আমন্ত্রণ জানিয়েছেন। কিম অংশ নেবেন কিনা নিশ্চিত করেনি উত্তর কোরীয় কর্তৃপক্ষ। কিন্তু তার উপস্থিততি পরমাণু কর্মসূচীকে কেন্দ্র করে সৃষ্ট আন্তর্জাতিক বিচ্ছিন্নতার বাইরে পিয়ংইয়ংকে নিয়ে আসার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে। শীর্ষ বৈঠকের সময় অন্যান্য নেতার সঙ্গে শিয়ের সাক্ষাতের পরিকল্পনা রয়েছে কিনা এ ব্যাপারে চীনের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে কোন মন্তব্য করেননি। কিন্তু সহকারী পররাষ্ট্র মন্ত্রী ঝাং হানহুই সাংবাদিকদের বলেন, অন্য দেশগুলোর কাছ থেকে এ ব্যাপারে প্রস্তাব পেলে চীন তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।
×