ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইসিসিতে মিয়ানমারের বিচারের পথ খুলল

প্রকাশিত: ০৭:৫৩, ৭ সেপ্টেম্বর ২০১৮

আইসিসিতে মিয়ানমারের বিচারের পথ খুলল

বিডিনিউজ ॥ রোহিঙ্গাদের বিতাড়নের মাধ্যমে মিয়ানমারের বিরুদ্ধে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের বিচারের এখতিয়ার হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের রয়েছে বলে সিদ্ধান্ত এসেছে। হেগভিত্তিক আইসিসির তিন বিচারপতির প্যানেল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত দিয়েছে। এই আদেশের ফলে মিয়ানমারকে আন্তর্জাতিক এই আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে আইসিসির কৌঁসুলি ফাতোও বেনসুদার মামলা করার পথ খুলল, যদিও এখনও আনুষ্ঠানিক কোন মামলা তিনি করেননি। লাখ লাখ রোহিঙ্গাকে যেভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে, তার বিচার করার এখতিয়ার আইসিসির রয়েছে কি না, তা জানতে চেয়ে ফাতোও বেনসুদা গত এপ্রিলে আবেদন করেছিলেন।
×