ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেমিতে নিশিকোরি-জোকোভিচের লড়াই

প্রকাশিত: ০৬:৩৯, ৭ সেপ্টেম্বর ২০১৮

সেমিতে নিশিকোরি-জোকোভিচের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত গতিতে ছুটছিলেন জন মিলম্যান। ইউএস ওপেনের চতুর্থপর্বে রজার ফেদেরারকে হারিয়ে দেন তিনি। তবে খুব বেশি দূর এগোতে পারেননি এই অস্ট্রেলিয়ান। জন মিলম্যানের রূপকথার গল্পকে শেষ পর্যন্ত আর বাস্তবে রূপ দিতে দিলেন না দুইবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে বিশ্বের ৫৫ নম্বরে থাকা মিলম্যানকে সরাসরি সেটে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেন সার্বিয়ান তারকা। দিনের আরেক ম্যাচে জয় পেয়েছেন কেই নিশিকোরিও। জাপানের এই টেনিস তারকা এদিন মারিন সিলিচকে বিদায় করে টুর্নামেন্টের শেষ চারের টিকেট নিশ্চিত করেন। বুধবার ফ্ল্যাশিং মিডোর সেন্টার কোর্টে নোভাক জোকোভিচ ৬-৩, ৬-৪ এবং ৬-৪ গেমে খুব সহজেই পরাজিত করেন মিলম্যানকে। সেই সঙ্গে গত ১১ বছরে ১১ বারের মতো ইউএস ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেন সার্বিয়ান সুপারস্টার। জুনে উইম্বলডনের শিরোপা জয়ের মাধ্যমে ক্যারিয়ারের ১৩তম গ্র্যান্ডস্লামের পাশাপাশি ৫৪ সপ্তাহের শিরোপা জয়ের খরা কাটিয়েছেন জোকোভিচ। সেমিফাইনালে তার প্রতিপক্ষ এখন জাপানের কেই নিশিকোরি। টুর্নামেন্টের ২১তম বাছাই নিশিকোরি এদিন ৪ ঘণ্টা ৮ মিনিটের দীর্ঘ লড়াই শেষে ২-৬, ৬-৪, ৭-৬ (৭/৫), ৪-৬ এবং ৬-৪ গেমে ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেছেন। ২০১৪ সালের ফাইনালে সিলিচের কাছে পরাজিত হয়ে হতাশ হয়েছিলেন নিশিকোরি। চতুর্থ রাউন্ডে পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে পরাজিত করে অঘটনের জন্ম দেয়া মিলম্যানকে নিয়ে আরেকটি স্বপ্ন রচনায় বিভোর ছিল অস্ট্রেলিয়ানরা।
×