ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপে

প্রকাশিত: ০৬:৩৮, ৭ সেপ্টেম্বর ২০১৮

তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপে

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে নিমেসের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ধাক্কা দেবার অপরাধে লালকার্ড দেখেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ফরাসী স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় লালকার্ড। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ফ্রেঞ্চ লীগ কাপের সেমিফাইনালে রেনেসের ইসমাইলা সারকে বাজেভাবে ফাউল করার কারণে ক্যারিয়ারের প্রথম লালকার্ড দেখেছিলেন তরুণ প্রতিভাবান এই ফুটবলার। তবে শনিবার নিমেসের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচটিতে পিএসজি ৪-২ গোলে জয় পায়। দল জিতলেও এমবাপের লালকার্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়। নিমেসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ফ্রেঞ্চ এই ফরোয়ার্ড হলুদ কার্ড পেয়েছিলেন। ম্যাচের শেষ দিকে নিমেসের মিডফিল্ডার তেজি সাভানিয়ারের সঙ্গে বাক-বিত-ায় জড়িয়ে সরাসরি লালকার্ড দেখেন এমবাপে। বাজে ট্যাকেলের জন্য সাভানিয়ারও লালকার্ড পান। যদিও ঘটনার পর পিএসজির সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন এমবাপে। তবে একই সঙ্গে জানিয়েছেন আবারও এরকম মুহূর্ত সামনে আসলে একই কাজ করবেন তিনি। সেই লালকার্ড কা-ে বুধবার শুনানির পর ফ্রেঞ্চ লীগ ডিসিপ্লিনারি কমিটি ১৯ বছর বয়সী এমবাপেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। এর ফলে ফ্রেঞ্চ লীগ ওয়ানের চ্যাম্পিয়নদের হয়ে লীগ ওয়ানে সেইন্ট-এতিনে, রেনেস ও রেইমসের বিপক্ষে পরের তিন ম্যাচে খেলতে পারবেন না এমবাপে। শেষ ম্যাচটি পিএসজির চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপপর্বে লিভারপুলের সঙ্গে প্রথম ম্যাচের চারদিন আগে অনুষ্ঠিত হবে। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব লিভারপুলের বিপক্ষে খেলতে অবশ্য তার কোন সমস্যা নেই। এদিকে একই ঘটনার কারণে সাভানিয়ারকে আরও বড় শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। ফ্রেঞ্চ লীগ ওয়ানে নিমেসের জার্সিতে আগামী পাঁচ ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে। বর্তমান বিশ্ব ফুটবলে প্রতিভাবান তারকা খেলোয়াড়দের মধ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছেন কিলিয়ান এমবাপে। রাশিয়া বিশ্বকাপেই দেখা গেছে তা। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছেন তরুণ প্রতিভাবান এই ফুটবলার। ১৯৯৮ সালের পর আবারও ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। সে জন্য টুর্নামেন্টের সেরা প্রতিভাবান খেলোয়াড়ের পুরস্কারটাও নিজের শোকেসে তুলেছেন এমবাপে। তার পারফর্মেন্সে মুগ্ধ বিমোহিত হয় গোটা ফুটবল দুনিয়া। এমবাপেকে দলে ভেড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে ইউরোপের শীর্ষ সারির ক্লাবগুলো। বিশেষ করে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ তো সবধরনের চেষ্টাই করেছিল ফরাসী তারকাকে দলে নিতে।
×