ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আখাউড়া দিয়ে রফতানি বন্ধ

প্রকাশিত: ০৬:২৬, ৭ সেপ্টেম্বর ২০১৮

আখাউড়া দিয়ে রফতানি বন্ধ

স্টাফ রিপোর্টার, ব্র্রাহ্মণবাড়িয়া ॥ ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলায় বন্দরে অভ্যন্তরীণ কোন্দলে বাংলাদেশের রফতানিকৃত মালামালের নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী শনিবার থেকে মালামাল রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার এ বন্দর দিয়ে মাছ রফতানিকালে ত্রিপুরায় বিবদমান দু’টি দলের কোন্দলের ফলে বাংলাদশের ব্যবসায়ীদের প্রায় ২২ লাখ টাকার মাছ নষ্ট হয়। বৃহস্পতিবার এ বন্দর দিয়ে মাছ ব্যতীত সামান্য কিছু মালামাল রফতানি হলেও অচলাবস্থা নিরসনে বাংলাদশের ব্যবসায়ীদের পক্ষ থেকে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে শনিবারের মধ্যে যদি তাদের পক্ষ থেকে বিষয়টি সমাধান করা না হয়। তাহলে অনির্দিষ্টকালের জন্য এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য রফতানি বন্ধ থাকবে।
×