ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেরুজালেম থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে প্যারাগুয়ে

প্রকাশিত: ০৬:২১, ৭ সেপ্টেম্বর ২০১৮

জেরুজালেম থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে প্যারাগুয়ে

ইসরাইল আর ফিলিস্তিনের বিরোধের কেন্দ্রে যে গুরুত্ব ইস্যুগুলো তার মধ্যে অন্যতম হলো জেরুজালেম নগরী। মে মাসে যুক্তরাষ্ট্র তেলআবিব থেকে সেখানে দূতাবাস নেয়ার পর গুটি কয় যে দেশগুলো মার্কিন দৃষ্টান্ত অনুসরণ করেছিল তার মধ্যে এটি প্যারাগুয়ে। সেই প্যারাগুয়ে তাদের দূতাবাস জেরুজালেম থেকে আবার তেলআবিবে ফিরিয়ে নিচ্ছে। এতে ক্ষুব্ধ হয়েছে ইসরাইল। বিবিসি। প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আব্দো বেনিতেজ বলছেন, তিনি মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি অর্জন করতে চান। তবে এর জবাবে ইসরাইল বলছে, তারা প্যারাগুয়েতে তাদের দূতাবাস বন্ধ করে দেবে। ফিলিস্তিনী কর্তৃপক্ষ জানিয়েছে, তারা খুব দ্রুতই দক্ষিণ আমেরিকান এই দেশটিতে তাদের দূতাবাস খুলবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, প্যারাগুয়ের এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। গত ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দিযেছিল। এর পরপরই প্যারাগুয়ের তৎকালীন প্রেসিডেন্ট হোরাসিও কার্টেস তাদের দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেন। কিন্তু ওই সিদ্ধান্তের সঙ্গে তখনি দ্বিমত পোষণ করেছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী আব্দো বেনিতেজ। কারণ ইসরাইল-ফিলিস্তিন সঙ্গাতের কেন্দ্রে আছে এই শহরটি। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির নিন্দা করেছে ফিলিস্তিনীরা। তারা বলছে, এর ফলে যুক্তরাষ্ট্র তাদের মধ্যস্থতাকারীর ভূমিকা হারিযেছে। জাতিসংঘের সাধারণ পরিষদ মার্কিন ওই ঘোষণাকে অগ্রহণযোগ্য এবং অকার্যকর ঘোষণা করে বেশিরভাগ সদস্যের ভোটে একটি গ্রহণ করে তারা সেটি বাতিলের দাবি জানায়। জেরুসালেমকে চিরস্থায়ী এবং অবিভক্ত রাজধানী হিসেবে মনে করে ইসরাইলে।
×