ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের নয়া প্রেসিডেন্টের পিতা নেহরুর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন

প্রকাশিত: ০৬:২০, ৭ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তানের নয়া প্রেসিডেন্টের পিতা নেহরুর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন

পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট ড. আরিফ আলভির বাবা ডাক্তার হাবিবুর রহমান এলাহি আলভি ছিলেন প-িত জওয়াহেরলাল নেহরুর ব্যক্তিগত দন্ত চিকিৎসক। ইন্ডিয়া টুডে। প্রেসিডেন্ট হিসেবে বুধবার নির্বাচিত ড. আরিফ আলভির বাবা ডাঃ এলাহি আলভি বিভাগপূর্ব ভারতে একজন দন্ত চিকিৎসক ছিলেন। পিটিআইএর ওয়েবসাইটে ড. আরিফ আলভির জীবনীতে দেখা যায় ডাঃ এলাহি আলভি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহেরলাল নেহরুর ব্যক্তিগত দন্ত চিকিৎসক ছিলেন। আলভি পরিবারের কাছে জওয়াহেরলাল নেহরুর লেখা কিছুসংখক চিঠি রয়েছে। ওয়েবসাইটে বলা হয়, তার বাবা ডাঃ হাবিবুর রহমান এলাহি আলভি ভারতের একজন দন্ত চিকিৎসক ছিলেন। তিনি ১৯৪৭ সালে পাকিস্তান চলে যান এবং করাচির মাদ্দারে একটি দন্ত চিকিৎসালয় খোলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ও ক্ষমতাসীন পিটিআইয়ের একজন প্রতিষ্ঠাতা সদস্য ড. আরিফ আলভি হচ্ছেন পাকিস্তানের তৃতীয় প্রেসিডেন্ট যাদের পূর্বপুরুষ ছিলেন ভারতের। পাকিস্তানের বিদায়ী প্রেসিডেন্ট মামুন হুসেনের পারিবারিক ভিত্তি ভারতে। তার পরিবার তাদের পূর্বপুরুষদের ভিত্তি উত্তর প্রদেশের আগ্রা থেকে পাকিস্তান গিয়ে সেখানে বসতি গড়ে তোলেন। সাবেক পাকিস্তানী প্রেসিডেন্ট পারভেজ মুশারফের পরিবারও ভারত ত্যাগ করে পাকিস্তানে অভিবাসী হয়। মোশারফের পরিবার ১৯৪৭ সালে দেশভাগের আগে দিল্লীতে বাস করত। কিন্তু ড. আরিফ আলভি বিভক্তির পর পাকিস্তানে জন্মগ্রহণ করেন। এখানে তার সঙ্গে মিল নেই মুশারফ ও হুসেনের। ড. আরিফ আলভির বাবা দেশবিভাগের পর সিন্ধুতে বসতি স্থাপন করেন এবং করাচিতে একটি ডেন্টাল ক্লিনিক খোলেন। আলভির পরিবার পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গেও সম্পৃক্ত ছিল। জিন্নাহর বোন শিরিনবাই জিন্নাহ তার প্রতিষ্ঠিত এক ট্রাস্টের ট্রাস্টি বানিয়েছিলেন ড. আরিফ আলভির বাবা ডাঃ এলাহি আলভিকে।
×