ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়েতের আমিরের সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য

ইদলিবে সাধারণ লোক হত্যার বিরুদ্ধে ট্রাম্পের ফের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৬:২০, ৭ সেপ্টেম্বর ২০১৮

ইদলিবে সাধারণ লোক হত্যার বিরুদ্ধে ট্রাম্পের ফের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াকে সতর্ক করে বলেছেন যে, বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ প্রদেশ ইদলিবে যদি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী সাধারণ নাগরিকদের হত্যা করে তবে যুক্তরাষ্ট্র চরম ক্রুদ্ধ হবে। ট্রাম্প বুধবার ওভাল অফিসে কুয়েতের আমিরের সঙ্গে সাক্ষাতের সময় রিপোর্টারদের বলেন, ‘আমি মনে করি ইদলিবে খুব দুঃখজনক পরিস্থিতি বিরাজ করছে। সেখানে কি হচ্ছে? যদি এটা একটি হত্যাযজ্ঞ হয় তবে বিশ্ব চরম ক্রুদ্ধ হতে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রও চরম ক্রুদ্ধ হতে যাচ্ছে।’ গার্ডিয়ান। ঘন জনবসতিপূর্ণ অঞ্চলটিতে বিদ্রোহীদের বিরুদ্ধে রাশিয়া ও সিরিয়ার যুদ্ধবিমানগুলো বোমা হামলা চালানো শুরুর পর ট্রাম্প এই মন্তব্য করলেন। ‘আসাদ ইদলিব প্রদেশে অবশ্যই বেপরোয়াভাবে হামলা চালাতে পারে না’ বলে ট্রাম্প টুইটারে সতর্ক করার কয়েক ঘণ্টা পরেই বোমা হামলা শুরু হয়। রাশিয়া, তুরস্ক ও ইরানের প্রতিনিধিরা শুক্রবার তেহরানে এক বৈঠকে মিলিত হবেন যেটাকে আঙ্কারার পক্ষ থেকে হত্যাকা- এড়ানোর সর্বশেষ সুযোগ হিসেবে বর্ণনা করা হয়েছে। ৩০ লাখেরও বেশি লোক ইদলিব প্রদেশে বসবাস করে। সাত বছরের গৃহযুদ্ধে সেখানে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ অভ্যন্তরীণভাবে বস্তুচ্যুত হয়ে পড়েছে। হোয়াইট হাউস মঙ্গলবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে যদি সিরীয় সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করে। হোয়াইট হাউস মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের পরিষ্কার হতে দিন, আমাদের দৃঢ় অবস্থান বজায় থাকবে যে, যদি আসাদ আবারও রাসায়নিক অস্ত্র ব্যাবহারের পথ বেছে নেয় তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দ্রুত ও যথাযথভাবে এর জবাব দেবে।’ ট্রাম্প বুধবার আসাদকে হত্যা করতে চাওয়ার কথাও অস্বীকার করেছেন। ওয়াশিংটন পোস্টের খ্যাতিমান সাংবাদিক বব উডওয়ার্ড তার নতুন একটি বইতে আসাদকে হত্যার পরিকল্পনার এই দাবি করেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘এমনকি সেটা কখনও ভাবনাতেও আসেনি। এটা ভাবনাতে আসবেও না।’ সিরিয়ার সামরিক বাহিনী বুধবার আসাদের বিরোধিতাকারী বিদ্রোহীদের সর্বশেষ শক্তিশালী অবস্থানে শেল নিক্ষেপ করে। বিদ্রোহীরা সরকারী হামলা মোকাবেলায় একটি ব্রিজ উড়িয়ে দিয়েছে বলে যুদ্ধ পর্যবেক্ষণকারী এক সংস্থা জানিয়েছে। সিরীয় সমর্থিত রাশিয়া ও ইরানী মিত্রজোট ইদলিব ও সংলগ্ন উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এক সপ্তাহ পরে মঙ্গলবার বিমান হামলা শুরু করে।
×