ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে সেনা সদস্য নিহত, বাসের ধাক্কায় পথচারী

প্রকাশিত: ০৬:১০, ৭ সেপ্টেম্বর ২০১৮

ট্রেনে কাটা পড়ে সেনা সদস্য নিহত, বাসের ধাক্কায় পথচারী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এদিকে যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর ক্যান্টনমেন্ট স্টাফ রোড রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে সেনাবাহিনীর করপোরাল আব্দুর রাজ্জাক (৩৭) নিহত হয়েছেন। ঢাকার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে করপোরাল আব্দুর রাজ্জাক ডিউটিতে যোগ দিতে আর্মি স্টেডিয়ামে যাচ্ছিলেন। স্টেডিয়ামের অদূরে রেললাইন পার হতে গিয়ে কমলাপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গভীর রাতে যাত্রাবাড়ী চৌরাস্তায় ইলিশ পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক পথচারী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সমির চন্দ্র দাস জানান, যাত্রাবাড়ীর চৌরাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই পথচারী। এ সময় ইলিশ পরিবহনের একটি বাস মোড় ঘোরানোর সময় ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এসআই সমির চন্দ্র জানান, দুর্ঘটনার পর চালকসহ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
×