ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থমন্ত্রী ঠিক কাজ করেননি ॥ সিইসি

প্রকাশিত: ০৬:০৯, ৭ সেপ্টেম্বর ২০১৮

অর্থমন্ত্রী ঠিক কাজ করেননি ॥ সিইসি

স্টাফ রিপোর্টার ॥ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে অর্থমন্ত্রী ঠিক কাজ করেননি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তিনি বলেন, আমরা তাকে এ বিষয়ে কিছু বলিনি। তার সঙ্গে যোগাযোগ করিনি। তার এভাবে বলাও ঠিক হয়নি। এটা তার কাজ নয়। অর্থমন্ত্রী ভুল করেছেন বলে উল্লেখ করেন সিইসি। বৃহস্পতিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (ফেমবোসা) দুই দিনব্যাপী সম্মেলন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও উল্লেখ করেন আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম। গত বুধবার এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, আগামী ২৭ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। চলতি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অন্তর্বর্তী সরকার গঠিত হতে পারে। অর্থমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, নির্বাচন কবে হবে এটি বলার দায়িত্ব সরকার বা মন্ত্রীর না। নির্বাচন কবে হবে তা নির্বাচন কমিশনের এখতিয়ার। সংবিধান অনুযায়ী আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এই হিসেবে আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ বা তারিখ না জানালেও নির্বাচন কমিশন সচিব এর আগে সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহেই একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ইসির রয়েছে। সংবাদ সম্মেলনে সিইসি ফেমবোসা সম্মেলন সম্পর্কে জানান, ৯ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হয়েছে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তিনি (কেএম নূরুল হুদা) এর চেয়ারপার্সনের দায়িত্ব নিয়েছেন। তিনি জানান, ফেমবোসার আগামী সম্মেলন ভুটানে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন আফগানিস্তান নির্বাচন কমিশনের চেয়ারম্যান গুলাজান আবদুল বাদি সায়েদ। এছাড়াও চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, শাখাওয়াত হোসাইন চৌধুরী, কবিতা খানম, রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ঢাকা সম্মেলনে নয়টি প্রস্তাব গৃহীত হয়েছে জানিয়ে নুরুল হুদা বলেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলো- নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আনার বিষয়ে একসঙ্গে কাজ করা, ভোটার রেজিস্ট্রেশনের উন্নয়নের মতো বিষয়। বাংলাদেশের ভোটার আইডি কার্ড, ইভিএম পদ্ধতি, স্থানীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার, ভোটার তালিকা রেজিস্ট্রেশন পদ্ধতি বিষয়ে আফগানিস্তানও আগ্রহ প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে আফগান নির্বাচন কমিশনের চেয়ারম্যান গুলাজান আবদুল বাদি সায়েদ বলেন, ফেমবোসার লক্ষ্যই হচ্ছে কো-অপারেশন ও কো-অর্ডিনেশন। আমরা একে অপরকে এ বিষয়ে সাহায্য সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ। ফেমবোসার মাধ্যমে একে অপরকে সহায়তার মাধ্যমে নির্বাচন ব্যবস্থা আমরা আরও উন্নত করতে পারব। উল্লেখ্য, গত বুধবার হোটেল রেডিসনে দু’দিনব্যাপী দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনের সংগঠন ফেমবোসার সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ২০১০ সালে বাংলাদেশের উদ্যোগে ফেমবোসা যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্র্রীলঙ্কা, ২০১৬ সালে মালদ্বীপ এবং ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের নামের বর্ণানাক্রমে ঘুরে এসে ২০১৮ সালে বাংলাদেশে দু’দিনব্যাপী ৯ম এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী সম্মেলন ভুটানে হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
×