ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৬:০০, ৭ সেপ্টেম্বর ২০১৮

৩৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ ৩৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। পাস করেছেন ১৩ হাজার ৭৫০ জন। যার মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন প্রার্থী এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন প্রার্থী পাস করেছেন। বৃহস্পতিবার বিকেলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মৌখিক পরীক্ষার সময়সূচী পরে জানানো হবে। ফল কমিশনের ওয়েবসাইট (িি.িনঢ়ংপ.মড়া.নফ) এ পাওয়া যাচ্ছে। তাছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে যে কোন মোবাইল হতে এসএমএস করে ফলাফল জানা যাচ্ছে। এজন্য ঢ়ংপ<ংঢ়ধপব>৩৯<ংঢ়ধপব>ৎবমরংঃৎধঃরড়হ হঁসনবৎ লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। গত ৩ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৩৯তম বিসিএসের ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল। এতে মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেন। তবে বিএসসি ইন হেলথ/মেডিক্যাল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রী বিডিএস ডিগ্রীধারী আবেদনকৃত ১৩৯ জনের নিবন্ধন বাতিল করা হয়। ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেয়া হবে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জানা গেছে, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারী কর্ম-কমিশনের (পিএসসি) চেষ্টায় চিকিৎসক নিয়োগের জন্য ‘বিশেষ বিসিএস’ পরীক্ষার উদ্যোগ নেয়া হয়। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয় ও দফতরে হাজার হাজার পদ খালি থাকায় সঙ্কট তৈরির প্রেক্ষাপটে দ্রুত জনবল নিয়োগের দাবি তোলা হচ্ছে বহু বছর ধরেই। বিশেষ বিসিএস নিয়ে অন্তত হাসপাতালগুলোতে যেন দ্রুত চিকিৎসক নিয়োগের দাবি তোলা হচ্ছিল বহুদিন ধরে। কিন্তু কখনো সরকারের উদ্যোগের অভাব আবার কখনো পিএসসির আগ্রহের অভাবে বিশেষ বিসিএসের উদ্যোগ সফল হচ্ছিল না। তবে এবার জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দ্রুত ইতিবাচক সাড়া নিয়ে বিশেষ বিসিএস নিয়ে চিকিৎসক নিয়োগের কাজ শুরু করে কমিশন। এ লক্ষ্যে বিশেষ বিসিএসের জন্য প্রয়োজনীয় বিধিরও সংশোধনের উদ্যোগ নিয়েছে পিএসসি। প্রয়োজনীয় বিধির সংশোধন করেই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।
×