ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাঁজ করা স্মার্টফোন আনছে স্যামসাং

প্রকাশিত: ০৪:৪৭, ৭ সেপ্টেম্বর ২০১৮

ভাঁজ করা স্মার্টফোন আনছে স্যামসাং

স্যামসাং মোবাইল ফোন বিভাগের প্রধান জানিয়েছেন, ভাঁজ করা যায় এমন স্মার্টফোন তৈরি ও বাজারজাতের উপযুক্ত সময় এখন। তার এ মন্তব্যের পর থেকে ধারণা করা হচ্ছে, স্যামসাং বাঁকানো ফোন সেট বাজারে ছাড়তে যাচ্ছে। সিএনবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ডিজে কোহ জানান, স্যামসাংয়ের ভোক্তার চাহিদা বিষয়ক গবেষণা থেকে জানা যায়, বাঁকানো ফোনের বাজারে চাহিদা রয়েছে। এই চাহিদার কথা মাথায় রেখে বাজারে এমন ফোন ছাড়ার পরিকল্পনা থাকাটা স্বাভাবিক। তার দাবি, ভাঁজ করতে সক্ষম নমনীয় ফোন তৈরির ক্ষেত্রে প্রযুক্তির বিকাশ ‘জটিল’ হলেও স্যামসাং এই প্রযুক্তির ‘প্রায় চূড়ান্ত পর্যায়ে উন্নয়ন’ সাধন করতে সক্ষম হয়েছে। তবে তিনি জানিয়েছেন, একটি নমনীয় স্মার্টফোন বাজারে ছাড়ার আগে যন্ত্রটির উদ্দেশ্য ও চাহিদা সম্পর্কেও পরিষ্কার ধারণা হওয়া প্রয়োজন। -অর্থনৈতিক রিপোর্টার গ্রামীণফোন টেলিনর ইউথ ফোরাম ২০১৮-এর গ্র্যান্ড ফিনালের জন্য ৭ প্রতিযোগীর নাম ঘোষণা করেছে। ফাইনালিস্টরা হচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তাসনীম ওমর আভা, আইবিএ-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামিন আলম ও সৈয়দ সামিন শাহরিয়ার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের তারেক মুসান্না ও মোহাম্মদ নাজিব ইন্তোসার, আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবিহা সাজু ইবনে আবেদিন এবং আর্মি আইবিএ’র ইফতেখার মাহমুদ
×