ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজেএমসির কাছে বকেয়া পাঁচ শ’ কোটি টাকা অবিলম্বে পরিশোধের দাবি

প্রকাশিত: ০৪:৪৭, ৭ সেপ্টেম্বর ২০১৮

বিজেএমসির কাছে বকেয়া পাঁচ শ’ কোটি টাকা অবিলম্বে পরিশোধের দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসির) কাছে প্রায় পাঁচ শ’ কোটি টাকা বকেয়া অবিলম্বে পরিশোধের দাবি জানিয়েছেন সাধারণ পাট ব্যবসায়ীরা। বুধবার খুলনার ক্রিসেন্ট জুট মিলস অফিসার মিলনায়তনে পাট ব্যবসায়ীদের সমাবেশে তারা এ টাকা পরিশোধের দাবি জানান। দেশব্যাপী সম্মিলিত পাট ব্যবসায়ী পরিষদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। পরে পাট ব্যবসায়ীরা এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বক্তারা তিন বছরে এতবড় অংকের টাকার জন্য বিজেএমসির কর্মকর্তাদের অদক্ষতাকে দায়ী করেন পাট ব্যবসায়ীরা। পাট ব্যবসায়ী নেতা মনিরুল ইসলাম বাশার জানান, ২০১৬-১৭ অর্থবছরে ৭৮ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৩৮০ কোটি ও চলতি বছরে আরও ২৭ কোটি টাকাসহ প্রায় পাঁচ শ’ কোটি টাকা পাটকলগুলোতে বকেয়া পড়ে আছে ব্যবসায়ীদের। পাট ব্যবসায়ী নেতা শেখ ইমারত হোসেন জানান, বিজেএমসির কর্মকর্তাদের অদক্ষতার জন্য পাটকলগুলোতে অবিক্রীত ৬০০ কোটি টাকার পাটজাত পণ্য পড়ে আছে। আর এ কারণেই গত তিন বছর পাট ব্যবসায়ীদের প্রায় পাঁচ শ’ কোটি টাকা বকেয়া পড়েছে। ব্যবসায়ীরা জানান, মিলে পাট সরবরাহ করার মতো পর্যাপ্ত অর্থ তাদের কাছে নেই।
×