ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপার ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত

প্রকাশিত: ০৪:৪৬, ৭ সেপ্টেম্বর ২০১৮

সুপার ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ অতি সম্প্রতি দেশের তৈরি পোশাক শিল্প খাত ‘সুপার ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি দিয়েছে সুপার ব্র্যান্ড নামীয় একটি গ্লোবাল মিডিয়া কমিউনিকেশন এবং প্রকাশনা প্রতিষ্ঠান। গত শনিবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৮-২০২০ সালের জন্য দেশের তৈরি পোশাক শিল্প খাত ও ২৯টি দেশীয় প্রতিষ্ঠানকে এ স্বীকৃতি দেয়া হয়। তৈরি পোশাক শিল্পের পক্ষ থেকে স্বীকৃতি স্মারক গ্রহণ করেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। উল্লেখ্য, অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখার জন্য তৈরি পোশাক খাতকে এ স্বীকৃতি দেয়া হয়েছে।
×