ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে জ্বালানি খাতের কোম্পানির দাপট

প্রকাশিত: ০৪:৪৩, ৭ সেপ্টেম্বর ২০১৮

পুঁজিবাজারে জ্বালানি খাতের কোম্পানির দাপট

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। উভয় বাজারেই ব্যাংকের দর বাড়লেও মূলত লেনদেনে দাপট ছিল জ্বালানি এবং শক্তি খাতের। গত কয়েকদিন দর ও চাহিদার শীর্ষে থাকা খুলনা পাওয়ার বৃহস্পতিবারের দাপট ধরে রেখেছে। শুধু তাই নয় কোম্পানিটির শেয়ার দর গত তিন বছরের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৮১৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫ কোটি ৪৮ লাখ টাকা বেশি। ডিএসইতে ৮১১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৪৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর। বাজার সংশ্লিষ্টদের মতে, ছোট মূলধনী কোম্পানি থেকে বিনিয়োগকারীরা এখনও ভাল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির দিকে ঝুঁকছেন। এটি বাজারের জন্য শুভ লক্ষণ। এছাড়া লেনদেন বৃদ্ধিও বাজারকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের ভাল শেয়ারের দিকে নজর দিতে হবে। একই সঙ্গে স্বল্প মেয়াদী বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে আসতে হবে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর সারাদিন সূচকের উর্ধগতি বজায় ছিল। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৫৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, এ্যাকটিভ ফাইন, সামিট পাওয়ার, ইফাদ অটো, নাহি এ্যালুমিনিয়াম, আমান ফিড, কনফিডেন্স সিমেন্ট, হোটেল পেনিনসুলা চট্টগ্রাম, বিবিএস কেবল ও ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সামিট পাওয়ার, শাশা ডেনিম, এ্যাকটিভ ফাইন, বারাকা পাওয়ার, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, নাহি এ্যালুমিনিয়াম, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, এএফসি এ্যাগ্রো, ইস্টার্ন হাউজিং ও সিটি ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মেঘনা পেট, নর্দার্ন জুট, আরডি ফুড, পেনিনসুলা চট্টগ্রাম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বসুন্ধরা পেপার, তসরিফা ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিক, প্রাইম টেক্স ও ইন্ট্রাকো রিফুয়েলিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২০২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।
×