ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪৩, ৭ সেপ্টেম্বর ২০১৮

টুকরো খবর

সাপের কামড়ে নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৬ সেপ্টেম্বর ॥ উপজেলার উত্তর ধর্মপুর আমতলী এলাকায় রনুর বাপের বাড়িতে বুধবার রাতে বিষাক্ত সাপের কামড়ে হালিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু ঘটে। সে ওই বাড়ির আব্দুল হকের স্ত্রী। স্থানীয়রা জানায়, হালিমা বেগম রাতে ঘর থেকে বের হলে বিষাক্ত সাপ কামড় দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১১টায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোনাসহ ৩ পাচারকারী আটক স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় এক কেজি ৩৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণেরবার ও ৮৯ হাজার ৮০০ ইউএস ডলারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার দুটি অভিযানে বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ইউএস ডলার ও শালকোনা গাতিপাড়া থেকে স্বর্ণেরবার আটক করা হয়। আটকরা হলেন, নড়াইলের নড়াগাতি গ্রামের আমির হোসেনের ছেলে ডলার পাচারকারী আব্দুর রহমান ও একই গ্রামের কাউছারের ছেলে মাসুদ মোল্লা এবং যশোরের খড়কি এলাকার মোমিনুল ইসলামের ছেলে স্বর্ণপাচারকারী হাসান আলী। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্নেল আরিফুল হক জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার দুটি চালান পাচার হচ্ছে। ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ সেপ্টেম্বর ॥ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দিঘীবরাব, লাভরাপাড়া ও রূপসী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো লাভরাপাড়া এলাকার সুমন, রুপসী এলাকার আশরাফুল, বরাব এলাকার মাসুদ, দিঘীবরাব এলাকার আমিনুল ও শাকিল। কক্সবাজার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) চাকরিরত ড্রাইভারকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের হোটেল হলিডে মোড় থেকে ইয়াবার চালানসহ চালক সেলিমকে আটক করা হয়। তবে রহস্যজনক কারণে ইয়াবা পাচারে ব্যবহৃত সাদা রঙের নোহাটি (ঢাকা মেট্রো-চ-১৫-৮০৯৫) জব্দ তলিকায় দেখায়নি মডেল থানা পুলিশ। আটক ইয়াবা বিক্রেতা সেলিম বগুড়ার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানায়, আইওএম এতে চুক্তিভিত্তিক নিয়োজিত নোহা চালক সেলিমকে ৩১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। পেট্রোলবোমাসহ আটক তিন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত, শিবির ও বিএনপির তিন কর্মীকে আটক করেছে। বুধবার রাতে দুর্গাপুর পৌর এলাকার শ্রীপুর ও বহরমপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানান, শ্রীপুর গ্রামের জামায়াত নেতা হায়দার আলীর বাড়িতে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বিএনপির এক নেতাসহ দুই জামায়াত-শিবিরের সমর্থককে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৩টি ককটেল, ৪টি পেট্রোল বোমা ও জিহাদী বই জব্দ করা হয় বলে দাবি করেন ওসি। পৌর যুবদলের সভাপতি চয়েন উদ্দিন শ্রীপুর গ্রামের জামায়াতের কর্মী হায়দার আলী ও পৌর শাখা ছাত্রশিবিরের শাহিনুর রহমান। জামায়াত নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের সাতকানিয়া থেকে জামায়াতে ইসলামীর পলাতক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কামাল নামের এ নেতা উপজেলার এওচিয়া ইউনিয়নের আবদুল মোতালেব ওরফে বাঁশি মিয়ার ছেলে। বৃহস্পতিবার ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে।সাতকানিয়া সূত্র জানায়, কামালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছিল। গোপন তথ্যের ভিত্তিতে এওচিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বন্যহাতির তা-বে নিহত ১ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৬ সেপ্টেম্বর ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড রাধামুড়া ও নতুন পাড়া এলাকায় বন্য হাতির হানায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার রাত ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। জানা যায়, পুকুরিয়া ইউনিয়নের রাধামুড়া এলাকায় বুধবার রাত ৩টার দিকে হাতির পাল লোকালয়ে প্রবেশ করলে হাতি তাড়াতে কয়েকজন দিগি¦দিক ছোটাছুটি করছিল। এ সময় হাতি তাড়ানোর জন্য বাড়ির বাইরে যাওয়া ছেলেকে খুঁজতে গিয়ে মরিয়ম বেগম (৬১) নামে এক বৃদ্ধ মহিলা হাতির পায়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, জামালপুর ৬ সেপ্টেম্বর ॥ ইসলামপুর উপজেলায় মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বটতলা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে। প্রায় দুঘণ্টা স্থায়ী এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর মুখলেছুর রহমান হীরু ও হাবিবুর রহমান হবি, সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির প্রমুখ। অস্ত্রসহ বোমা আশিক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৬ সেপ্টেম্বর ॥ কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ আশিকুর রহমান ওরফে বোমা আশিক নামের ১২টি মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে ধর্মপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী আশিকুর রহমান আশিক এলাকায় সন্ত্রাসী কর্মকা-ের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে বুধবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। মুন্সীগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে অগ্নিকা-ে একটি বসতঘরসহ ঘরের মূল্যবান আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার রাজানগর ইউনিয়নের গোবিনাথপুর গ্রামের জ্ঞানেন্দ্র দাসের পুত্র সিঙ্গাপুর প্রবাসী পরিমল দাসের বাড়িতে বুধবার রাত ৩টার সময় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরিমল দাসের বৌদি (ভাবি)জানায়, পাশের বাড়ির কাঞ্চনি হাজরার ছেলে ছেলের সঙ্গে জমি নিয়ে আমাদের দীর্ঘদিন বিরোধ চলছিল। আদালতে মামলাও চলমান রয়েছে। কিছুদিন আগে হাজরা মাটি ছুঁয়ে কসম কাটছিল আমাদের ভিটে ছাড়া করবে। এ ঘটনা হাজরা ছাড়া অন্য কেউ করতে পারে না। আমার দেবর বিদেশে থাকে, আমার জ্যাও বাপের বাড়িতে ছিল, এই সুযোগে খালি ঘরে আগুন দিয়েছে কৃষ্ণ হাজরা। ঘর পুড়ে আমাদের প্রায় ১৪ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন পুষ্প দাস।
×