ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৪:৪২, ৭ সেপ্টেম্বর ২০১৮

শিক্ষা বৃত্তি প্রদান

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজ পড়ুয়া ৩৯৩ শিক্ষার্থীর মাঝে উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, সদস্য জুয়েল চাকমা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশে কংজরী চৌধুরী বলেন, পড়ালেখার উদ্দেশ্য যেন শুধু চাকরির জন্য সীমাবদ্ধ না থাকে। নিজের ভেতরের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। সড়ক দুর্ঘটনা রোধে সভা নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৬ সেপ্টেম্বর ॥ সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলা ও জন সচেতনতা বৃদ্ধির লক্ষে বৃহস্পতিবার এক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, স্কাউট, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিগণ অংশগ্রহণ করে। উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আ ত ম আবদুল্লাহেল বাকি। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু।
×