ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খালেদার মামলায় সরকারের কোন হাত নেই ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৪:৪১, ৭ সেপ্টেম্বর ২০১৮

খালেদার মামলায় সরকারের কোন হাত নেই ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিচার বিভাগের কার্যক্রম স্বাধীনভাবে চলছে। সরকার কোন ধরনের হস্তক্ষেপ কিংবা প্রভাবিত করে না। বিএনপি নেত্রী খালেদা জিয়া বিরুদ্ধে যে মামলা চলছে তা তত্ত্বাবধায়ক সরকার আমলে করা। এর জন্য বর্তমান সরকার দায়ী নয়। বৃহস্পতিবার চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি হয়েছিল। সে মামলায় খালেদা জিয়া জেলে রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রীর জেলে থাকার জন্য বিএনপি বর্তমান সরকারকে যেভাবে দায়ী করছে তা সম্পূর্ণ ভুল। এ মামলায় বিচার কাজের ওপরে সরকারের কোন হাত নেই। শিক্ষামন্ত্রী বর্তমান সরকারের আমলে শিক্ষার উন্নয়নে গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ব্যবসা করার দিন শেষ। টাকা আয় করতে চাইলে অন্য ব্যবসা করুন। শিক্ষা খাতে ব্যবসা করতে এলে টিকে থাকতে পারবেন না। যারা শর্ত মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালাবেন তারাই টিকে থাকবেন। তা না হলে বন্ধ করে দেয়া হবে। তিনি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মানের বিষয়ে বলেন, এক্ষেত্রে আমরা কোন পার্থক্য করছি না। চাকরিসহ সকল ক্ষেত্রে সুযোগ-সুবিধা সমান। শিক্ষার হার বাড়াতে বর্তমান সরকারের উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বছর ৩৫ কোটি ৯০ লাখের বেশি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সরকার এ পর্যন্ত ২৬৫ কোটি ৯৬ লাখের বেশি বই বিতরণ করেছে। দেশে বর্তমানে ৫ কোটি শিক্ষার্থী এবং ২৫ লাখ শিক্ষক। শিক্ষার পাশাপাশি শিক্ষকদের মর্যাদা এবং জীবনমান উন্নয়নেও সরকার যথাযথ উদ্যোগ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আনোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একেএম এনামুল হক শামীম।
×