ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্মরণসভায় সংস্কৃতিমন্ত্রী

রাজনীতিতে সততা আর ত্যাগের মর্যাদা অনেক উর্ধে

প্রকাশিত: ০৪:৪০, ৭ সেপ্টেম্বর ২০১৮

রাজনীতিতে সততা আর ত্যাগের মর্যাদা অনেক উর্ধে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ রাজনীতিতে সততা আর ত্যাগের মর্যাদা অনেক উর্ধে,তার প্রমাণ জননেতা এম আব্দুর রহিম। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক এমপি এম. আব্দুর রহিমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি একথা বলেন। এম. আব্দুর রহিম সমাজ কল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি পিপি এ্যাডঃ আজিজুল ইসলাম জুগলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. একেএম নূর-উন-নবী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোঃ রুহুল আমিন, এম. আব্দুর রহিম সমাজ কল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যকরী সভাপতি সফিকুল হক ছুটু ও সদস্য সচিব চিত্ত ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এবং শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু।
×