ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে মাদক ও বাল্যবিয়েকে লালকার্ড

প্রকাশিত: ০৪:৪০, ৭ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারে মাদক ও বাল্যবিয়েকে লালকার্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ‘তেঁতুলিয়া থেকে টেকনাফ’ পর্যন্ত দেশের প্রতিটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচার চালিয়েছে একঝাঁক তরুণ। লাখো শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়ে ইতোমধ্যে অন্য রকম এক দৃষ্টান্ত স্থাপন করেছে তারা। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত ‘লাল-সবুজ উন্নয়ন সংঘ’ নামে স্বেচ্ছাসেবী এক সংগঠনের ব্যানারে মাদকের পাশাপাশি বাল্যবিবাহ, যৌন হয়রানি ও দুর্নীতিকেও লাল কার্ড প্রদর্শন করেছে ৬৪ জেলাতেই। ১৮৫ দিন ধরে সংগঠনটি পঞ্চগড় থেকে শুরু বৃহস্পতিবার কক্সবাজার জেলাতেই সংগঠনটি আলোকিত বাংলাদেশের আওয়াজ তুলেছে সমানতালে। জানা যায়, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের প্রায় ৩ বছরের জমানো টাকা নিয়ে গত ৮ মার্চ পঞ্চগড় তেঁতুলিয়ায় শুরু হয় এ অভিযান। সেদিন মাগুরমারী চৌরাস্তা পমিজ উদ্দিন দাখিল মাদ্রাসা ও সাকোয়া উচ্চ বিদ্যালয় থেকে মাদক, যৌন হয়রানি, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমটি শুরু হয়। ঠিক ৬ মাস পর বৃহস্পতিবার ৬৪তম জেলা হিসেবে কক্সবাজার কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তাদের কার্যক্রম অনুষ্ঠিত হলো। প্রতি জেলায় আয়োজন করা অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিত রেখেই চালিয়ে যাওয়া হয়েছে মাদক ও যৌন হয়রানি বিরোধী অনুষ্ঠান। অনুষ্ঠানটি ৩টি ধাপে ভাগ করা ছিল, প্রথমত স্কুল কলেজ শিক্ষার্থীরা মাদক, যৌন হয়রানি, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে লালকার্ড প্রদর্শন করে সব অন্যায়কে না বলা এবং দেশপ্রেম, মানবতা ও সত্যবাদিতাকে সবুজকার্ড প্রদর্শন করে হ্যাঁ বলা। এরপর অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারী কর্মকর্তা শিক্ষার্থীদের শপথ পাঠ করান। ছেলেরা ২১ বছর ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিয়ে করব না শপথ নেয়। শপথবাক্য শেষে শিক্ষার্থীরা নানান সমস্যা নিয়ে সরাসরি কথা বলেন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে। উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘ নামে সংগঠনটি ২০১১ সালের ২৪ মে কুমিল্লার দাউদকান্দি পশ্চিম নোয়াদ্দা গ্রামে কাওসার আলম সোহেল তার জমানো টাকা ও ছোট ফারজানা আক্তার সুমির সেনা কল্যাণ থেকে বৃত্তি ও একজোড়া কানের দুল বিক্রির টাকা দিয়ে প্রতিষ্ঠা করেন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ ও মাদক, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করে আসছে। তারই ধারাবাহিকতায় একটানা সারাদেশে কর্মসূচী পালন করে যাচ্ছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা।
×