ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৪:৩৮, ৭ সেপ্টেম্বর ২০১৮

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ সেপ্টেম্বর ॥ ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি (এনআইইটি)’র আয়োজনে নতুন শিক্ষার্থীদের বরণ এবং একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় হাবিব কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। প্রধান আলোচক উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, তারাব পৌরসভার মেয়র মিসেস হাছিনা গাজী, মীর আব্দুল আলীম, এনআইইটি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঢাকা আব্দুল আলিম, পরিচালক শামীম মাহাবুব ভূইয়া প্রমুখ। ভীমরুলের হুলে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বুধবার রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খোর্দ শিয়ালকোল এলাকায় ভীমরুলের হুলে মিয়াত (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আসিফ নামে আরও এক শিশু। রাতে শহরের একটি বেসরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিয়াত। সে খোর্দ শিয়ালকোল গ্রামের মমতাজ আলীর ছেলে। আহত আসিফ একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শিয়ালকোল ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মতিন জানান, দুপুরে বাড়ির কাছে রাস্তার পাশে খেলছিল ওই দুই শিশু। এ সময় রাস্তার পাশে গাছে থাকা ভীমরুলের ঝাঁক এসে তাদের হুল ফোটাতে থাকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহরের একটি বেসরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিয়াত মারা যায়।
×