ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ডাকাত নিহত ॥ পুলিশসহ আহত তিন

প্রকাশিত: ০৪:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৮

সোনারগাঁয়ে ডাকাত নিহত ॥ পুলিশসহ আহত তিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে মোবারক হোসেন (৩৫) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ সময় বাবু ওরফে টেরা বাবু (২৮) নামে আরও এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। ডাকাতদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার পিরোজপুর ইউপির আষাঢ়িয়ারচর এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর সেতুর পশ্চিমপার্শ্বে একদল ডাকাত মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশের ওপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দল টিকতে না পেরে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে আটক করতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত মোবারক হোসেন ও বাবু ওরফে টেরা বাবুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মোবারক হোসেনকে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। এ সময় পুলিশের এসআই নারায়ণ চন্দ্র ও কনস্টেবল মুমিনুর আহত হয়। তাদেরও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বগুড়া স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, বুধবার রাতে বগুড়ায় মাটিডালী সেতুসংলগ্ন দ্বিতীয় বাইপাস সড়কে চৌরাস্তার মোড় এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আপন ওরফে সিজার (৩২) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্রসহ সন্ত্রাসের একাধিক মামলা রয়েছে। তার বাড়ি বগুড়া সদরের কর্ণপুর এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও বার্মিজ চাকু উদ্ধার করে। পুলিশ জানায়, বুধবার রাত আড়াইটার দিকে শহরতলীর মাটিডালী সেতুর কাছে একদল দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে জানতে পেরে পুলিশের একটি টিম সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা গুলি চালাতে শুরু করলে পুলিশ পাল্টা গুলি চালিয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। এতে দুষ্কৃতিকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোলাগুলির শব্দ শুনে আগত লোকজন গুলিবিদ্ধ ব্যক্তিকে কর্ণপুর এলাকার আপন ওরফে সিজার (৩২) হিসেবে শনাক্ত করে।
×