ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে পঞ্চকন্যা অনন্য সম্মানে ভূষিত নীলফামারীর মেয়ে ফারহানা

প্রকাশিত: ০৪:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৮

পশ্চিমবঙ্গে পঞ্চকন্যা অনন্য সম্মানে ভূষিত নীলফামারীর মেয়ে ফারহানা

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ ভারতের পশ্চিমবঙ্গে কুসুমের ফেরা ‘পঞ্চকন্যা’ অনন্য সম্মানে ভূষিত হয়েছে ডোমার উপজেলার চিলাহাটির বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর মেয়ে সরকার ফারহানা আকতার সুমি। উক্ত সম্মাননা নিয়ে ভারত হতে ফিরে এসে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সুমি সাংবাদিকদের অবগত করে বিষয়টি বিস্তারিত তুলে ধরেন। সুমি জানান, পশ্চিমবঙ্গের মেদিনীপুর নিউদিঘায় ‘আন্তর্জাতিক ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসব’ ২০১৮-এ কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে গত ১ সেপ্টেম্বর তাকে এই সম্মাননা প্রদান করা হয়। উৎসবের আয়োজন করে ডায়মন্ড হারবার প্রেসক্লাব। ওই উৎসবে বাংলাদেশের সুমি ছাড়াও পশ্চিমবঙ্গের আরও চার কবি -সাহিত্যিককে ওই সম্মানে ভূষিত করা হয়। তার হাতে এই পুরস্কার তুলে দেন উদযাপন কমিটির আহ্বায়ক অমৃত মাইতি, আন্তর্জাতিক আহ্বায়ক খায়রুল আনাম, প্রেসক্লাবের সভাপতি অশোক রায় চৌধুরী ও সাধারণ স¤পাদক সাকিল আহমেদ। তিনি জানান তাকে লেখিকা ও সমাজসেবী সম্মাননা প্রদান করা হয়। তিনি বলেন, অনুষ্ঠানে বরেণ্য কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে প্রদান করা হয় ক্রেস্ট। এটি আমার জন্য বিরাট পাওয়া।
×