ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাদ পড়লেন হাফিজ

এশিয়া কাপ ক্রিকেটে ছয় পেসারের পাকিস্তান দল

প্রকাশিত: ০৭:১২, ৬ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপ ক্রিকেটে ছয় পেসারের পাকিস্তান দল

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা, ভারত, আফগানিস্তান যেখানে স্পিন আক্রমণকে প্রাধান্য দিয়েছে, সেখানে ছয় পেসার নিয়ে এশিয়া কাপের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অন্যতম ফেবারিট পাকিস্তান। আলোচিত ঘটনা অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ ও তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের জায়গা না পাওয়া। এতে করে রঙিন পোশাকের সাবেক অধিনায়ক হাফিজের ক্যারিয়ারই প্রশ্নের মুখে পড়ে গেল। সবশেষে জিম্বাবুইয়ে সিরিজে ওয়ানডে দলে থাকলে খেলার সুযোগ পাননি এই তারকা ক্রিকেটার। অন্তর্ভুক্ত ছয় পেসার হলেন মোহাম্মদ আমির, হাসান আলি, জুনাইদ খান, উসমান খান, ফাহিম খান ও শাহিন শাহ আফ্রিদি। ১৫ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপের আসর। এবার ওয়ানডে ফরমেটেই অনুষ্ঠিত হবে ছয় জাতির এই টুর্নামেন্ট। অনেকের মতে গত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে সংক্ষিপ্ত ফরমেটে দারুণ বদলে যাওয়া পাকিস্তান দলে হাফিজের দিন শেষ হয়ে এসেছে। তবে প্রধান নির্বাচক ইনজামাম উল হক জানিয়েছেন, হাফিজ এখনও তাদের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনায় আছেন। হাফিজ ছাড়া ফিটনেস টেস্টে খারাপ করায় ইমাদ ওয়াসিমও বাদ পড়েছেন তবে ব্যাটসম্যান শান মাসুদের দলে আসাটা বিস্ময়ের সৃষ্টি করেছে। ১৬ সদস্যের এই দলে পেস শক্তিকে বাড়াতে নেয়া হয়েছে ছয় ফাস্ট বোলারকে। যেটা বেশ আলোচিত হচ্ছে। ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। গ্রুপে ফেবারিট তাদের সঙ্গী চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। পাকিস্তান ওয়ানডে দল ॥ সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, জুনায়েদ খান, উসমান খান ও শাহীন আফ্রিদি।
×