ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরে দাঁড়ালেন হোসে পেকারম্যান

প্রকাশিত: ০৭:১১, ৬ সেপ্টেম্বর ২০১৮

সরে দাঁড়ালেন হোসে পেকারম্যান

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে ইতি টানলেন হোসে পেকারম্যান। দীর্ঘ ছয় বছর দায়িত্ব পালনের পর কলম্বিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ এই আর্জেন্টাইন। সম্প্রতি শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বে খেলেছে কলম্বিয়া। কিন্তু সেই সাফল্যের মাত্র দুই মাসের মধ্যেই মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিলেন পেকারম্যান। বয়সে ঊনসত্তরকেও ছাড়িয়ে গেছেন হোসে পেকারম্যান। ২০১২ সালে কলম্বিয়ার জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন। মেজর কোন শিরোপা জিততে না পারলেও কোচ হিসেবে সাফল্যের সঙ্গে কলম্বিয়ার প্রতিনিধিত্ব করছিলেন তিনি। তার অধীনে পরপর দুইবার কলম্বিয়া বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার সুযোগ পায়। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করেছিল কলম্বিয়া। কিন্তু ইয়েরি মিনার গোলে কলম্বিয়া ১-১ গোলে সমতা ফেরালেও শেষ পর্যন্ত পেনাল্টিতে হেরে ২০১৮ বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। দীর্ঘ ছয় বছরে কলম্বিয়াকে অসাধারণ সাফল্য উপহার দেয়ায় পেকারম্যানের প্রশংসা করেছেন কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন জেসারান। তবে তার সঙ্গে বেতন নিয়ে কোন ধরনের দ্বন্দ্বের বিষয়টি অবশ্য গণমাধ্যমের সামনে এড়িয়ে গেছেন জেসারান। কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি জানান, একান্ত ব্যক্তিগত কারণেই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হোসে পেকারম্যান। পেকারম্যানের অধীনে কলম্বিয়া বিশ্বকাপে তাদের সেরা পারফর্মেন্স উপহার দেয়। শুধু রাশিয়া বিশ্বকাপেই নয়, চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপেও কলম্বিয়ার পারফর্মেন্স ছিল প্রশংসনীয়। সেবার দুর্দান্ত খেলেই স্বপ্নের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল রড্রিগেজ-ফ্যাকাওরা। এছাড়াও ২০১৫ সালে কোপা আমেরিকায় শেষ আটে খেলার এক বছর পর শতবর্ষী আসরেও তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল কলম্বিয়া। কলম্বিয়ার আগে নিজের দেশ আর্জেন্টিনারও কোচের দায়িত্ব পালন করেছিলেন পেকারম্যান। ২০০৬ বিশ্বকাপে তার অধীনেই কোয়ার্টার ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। কিন্তু দুর্ভাগ্য তার। সেবার স্বাগতিক জার্মানির কাছে হেরে টুর্নামেন্টের শেষ আট থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। তবে পেকারম্যান বিদায় নেয়ায় কার কাঁধে উঠবে কলম্বিয়ার ভার? তা নিয়েই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। তবে পেকারম্যানের সম্ভাব্য বদলি কোচ হিসেবে ইতোমধ্যেই শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম। যাদের মধ্যে হল্যান্ড, রিয়াল মাদ্রিদ ও চেলসির সাবেক অভিজ্ঞ কোচ গাস হিডিঙ্কের নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। এছাড়া ইরানের পর্তুগীজ কোচ কার্লোস কুয়েরোজ এবং রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলা জটকো ডালিচও রয়েছেন এই তালিকায়। পেকারম্যানের সঙ্গে গত ৩১ আগস্ট কলম্বিয়া জাতীয় দলের চুক্তি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোন ক্লাব কিংবা জাতীয় দল থেকে তার কাছে কোন প্রস্তাব আনেননি বলে জানিয়েছেন পেকারম্যান। রাশিয়া বিশ্বকাপের পর আবারও মাঠে নামতে যাচ্ছে কলম্বিয়া। আগামী শুক্রবার প্রীতি ম্যাচে ভেনিজুয়েলার মুখোমুখি হবে তারা। এর পরের সপ্তাহে শক্তিশালী আর্জেন্টিনার মোকাবেলা করবে কলম্বিয়া। দুটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।
×