ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাদালের মহাকাব্যিক জয়

প্রকাশিত: ০৭:১০, ৬ সেপ্টেম্বর ২০১৮

 নাদালের মহাকাব্যিক জয়

জিএম মোস্তফা ॥ ২৪ ঘণ্টা আগেই অখ্যাত জন মিলম্যানের কাছে হেরে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েন রজার ফেদেরার। বুধবার ডোমিনিক থিয়েম আর রাফায়েল নাদালের লড়াই দেখে তাই দ্বিধায় পড়ে যান টেনিসবোদ্ধারা। নাদাল কী পারবেন শেষ আটের কঠিনতম বাধা অতিক্রম করতে? অস্ট্রেলিয়ার থিয়েমের কাছে প্রথম সেট ৬-০ ব্যবধানে হেরে গেলে নাদালভক্তদের মনের মধ্যে ভয় ধরে যায়...। এই বুঝি ফেদেরারের পথেই হাঁটছেন নাদাল। কিন্তু না, শেষ পর্যন্ত জয়ের অবিশ্বাস্য তৃপ্তি নিয়েই কোর্ট ছেড়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়। প্রায় পৌনে পাঁচ ঘণ্টা লড়াই করে ডোমিনিক থিয়েমকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিলেন এই স্প্যানিশ কিংবদন্তি। বুধবার পাঁচ সেটের মহাকাব্যিক ম্যাচে রাফায়েল নাদাল ০-৬, ৬-৪, ৭-৫, ৬-৭ (৪/৭) এবং ৭-৬ (৭/৫) গেমে পরাজিত করেন থিয়েমকে। প্রতিপক্ষকে হারাতে এদিন রাফার সময় লাগে চার ঘণ্টা ৪৯ মিনিট। মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালের ম্যাচটা শেষ হয়েছে স্থানীয় সময় রাত দুইটা তিন মিনিটে। এ বছরের সবচেয়ে বেশি সময় কোর্টে গড়ানো ম্যাচ এটা। ইউএস ওপেনে নাদালের এযাবতকালের ইতিহাসেই সর্বোচ্চ সময় খেলা ম্যাচ। এমন ম্যাচ জয়ের অনুভূতিটা কেমন? রাফায়েল বললেন ঠিক যুদ্ধ জয়ের মতোই। ম্যাচের শেষে তার সহজ উত্তর, ‘ডোমিনিককে ম্যাচ চলার সময়ই সরি বলেছি, আমি লড়াইটা চালিয়ে যেতে চাই। সেও অসংখ্যবার জয়ের সম্ভাবনা তৈরি করেছিল, কিন্তু পারেনি। তবে ভবিষ্যতে তার জয়ের সম্ভাবনা আছে, সে বিষয়ে কোন সন্দেহ নেই। এই ম্যাচে সে বেশ ভুগিয়েছে এই কথাটা চরম সত্য। আমি এটাকে অসাধারণ এক যুদ্ধ বলব।’ টেনিস কোর্টে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলছেন ডোমিনিক থিয়েম। সেই ধারাবাহিকতা ধরে রেখেই ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চমকপ্রদ পারফর্ম করেছেন তিনি। সাড়ে চার ঘণ্টারও বেশি সময় লড়াই করে ম্যাচটা শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যাওয়ায় চরম হতাশ অস্ট্রেলিয়ার এই টেনিস তারকা। থিয়েম এতটাই ব্যথিত যে, ম্যাচের শেষে টেনিসকে ‘নিষ্ঠুর’ বলে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে টুর্নামেন্টের নবম বাছাই বলেন, ‘কখনও কখনও টেনিস খুব নিষ্ঠুর। তবে এই ম্যাচটা আমার মাথার মধ্যে সারাজীবন গেঁথে থাকবে। এমন ম্যাচ খেলেও হার তো কখনই মানায় না কিন্তু এখানে একজন তো হারতেই হবে।’ এ বছরের সবচেয়ে দীর্ঘতম সময়ের ম্যাচ জেতা রাফায়েল নাদাল ইউএস ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হবেন জুয়ান মার্টিন দেল পোত্রোর। শুক্রবার শেষ চারের সেই লড়াইটাও বেশ জমজমাট হবে বলে টেনিসবোদ্ধাদের ধারণা। কেননা দেল পোত্রোও যে ২০০৯ সালে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাছাড়া কোয়ার্র্টর ফাইনালে ৬-৭ (৫/৭), ৬-৩, ৭-৬ (৭/৪) এবং ৬-২ গেমের কঠিন লড়াইয়ে জন ইসনারকে হারিয়েই ইউএস ওপেনের শেষ চারের টিকেট কাটেন। তবে সেই ম্যাচে আর্জেন্টাইন তারকাকে হারাতে পারলেই ইউএস ওপেনের চতুর্থ আর ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডস্লাম জয়ের আরও দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় নাদাল।
×