ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘আমিও রান চাই’ ॥ লিটন কুমার

প্রকাশিত: ০৭:০৮, ৬ সেপ্টেম্বর ২০১৮

 ‘আমিও রান চাই’ ॥ লিটন কুমার

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপের দলে সৌম্য সরকার নেই। নেই এনামুল হক বিজয়। নেই ইমরুল কায়েসও। দলে আছেন লিটন কুমার দাস। তাতে বোঝাই যাচ্ছে, তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে লিটনকেই দেখা যাবে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি২০তে দুর্দান্ত ব্যাটিং করা লিটন কী তামিমের সঙ্গে যোগ্য সঙ্গী হতে পারবেন? সেই প্রশ্ন থাকছেই। তিনি যে ওয়ানডেতে নিয়মিত নন। লিটন অবশ্য একটি বিষয়ই বিশ্বাস করেন। রান করতে হবে। আর তাই বুধবার বলেছেনও, ‘আমিও রান চাই।’ রান করলেই যে সব প্রশ্নের উত্তর দেয়া হয়ে যাবে। না হলেই যে সমালোচনা তীরে বিদ্ধ হতে হবে। লিটন বলেছেন, ‘এটি (তামিমের সঙ্গে ওপেনিং) আসলে একটি ভাল সুযোগ। আমি অনেকদিন থেকে (গত বছর অক্টোবরের পর থেকে) ওয়ানডে দলের বাইরে। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই ভাল করার চেষ্টা করব।’ সঙ্গে যোগ করেন, ‘সামনে আমাদের এশিয়া কাপের দুটি ম্যাচ আছে। ওগুলো অনেক গুরুত্বপূর্ণ। সেখানে যদি সুযোগ থাকে ভাল করার আমি অবশ্যই চেষ্টা করব। এখন পারফর্ম ছাড়া তো আর ভাল কিছু নেই। আপনারা রান চান, আমিও রান চাই।’ গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন লিটন। প্রায় এগারো মাস পর আবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তিনি। দলে জায়গা পাকা করা নিয়ে চ্যালেঞ্জ আছে লিটনের মধ্যেও, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। কারণ একটি বড় ইভেন্টে যাচ্ছি। আর যদি ওপেনিংয়ে খেলি তাহলে এখানে পারফর্ম করাটা অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জের। চেষ্টা করব নিজের শতভাগ দেয়ার। সেই অনুযায়ী অনুশীলন করছি। ব্যাটিংয়ের কাজও চলছে। এখন দেখা যাক কি করা যায়।’ ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির কাছ থেকে ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কাজ করেছেন লিটন। ভাল শুরুর পর তা ধরে রাখতে ব্যর্থ হওয়া নিয়েও কাজ করেছেন। সফল হওয়ার জন্য চেষ্টা করে চলেছেন। তিনি এ নিয়ে বলেছেন, ‘যারা বড় বড় ক্রিকেটার তারা ভাল শুরু করতে পারলে ইনিংস লম্বা করে। এখনও বড়দের কাতারে যেতে পারিনি। তো তাই এখন বড় ইনিংস হচ্ছে না। আমি চেষ্টা করছি ভাল কিছু করার যেন বড় কিছু করতে পারি।’ এশিয়া কাপে বাংলাদেশের শক্তির জায়গা কোনটি? ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; তিন বিভাগকেই এগিয়ে রাখছেন লিটন, ‘এখানে ইভেন্টটি আসলে অনেক বড়। প্রত্যেকটি দলই ভাল এবং আমাদের গ্রুপে যে দুটি দল আছে তারাও যথেষ্ট ভাল। তবে আমরা চেষ্টা করব আমাদের শতভাগ দেয়ার। ম্যাচ বাই ম্যাচ জেতার জন্য অবশ্যই আমরা খেলব। আমরা তিন সাইডেই এখন ভাল দল।’ ইনিংস বড় করতে চান, কোন জায়গায় ঘাটতি রয়েছে? লিটন বলেন, ‘আসলে আউট হতে হলে একটি বলই তো প্রয়োজন। সেটি নিয়েই আসলে কাজ করছি যে কোন শটগুলোর পারফেকশন করা যায়। আর আপনাকে উইকেটে থাকলে তো হবে না শুধু, রানও করতে হবে। আর রান করতে হলে উইকেটে টিকে থাকলেই হবে না, ব্যাটও চালাতে হবে। সেই বিষয়গুলোই এখন বিবেচনা করছি যে কোন শটটি খেললে রান পাওয়া যাবে। সেগুলোই চেষ্টা করছি শতভাগ।’ দুবাই বা আবুধাবিতে লেগস্পিনারদের দাপট দেখা যেতে পারে। দাপট দেখাতে পারেন আফগানিস্তানের রশিদ খানও। বাংলাদেশের সঙ্গে গ্রুপপর্বেই আফগানদের একটি ম্যাচও রয়েছে। লেগস্পিন নিয়ে প্রস্তুতি কেমন? লিটন জানান, ‘লেগস্পিনার বলতে আপনি রশিদ খানের কথাই বলছেন হয়তো। সে অনেক ভাল বোলিং করে, বিশ্বে এখন সে ডমিনেট করছে। তবে আপনাকে এটাও বুঝতে হবে যে এখানে ফরমেটটি ভিন্ন। টি২০তে রান করতে হবে এমন একটি প্রয়োজন ছিল, কিন্তু ওয়ানডে ক্রিকেটটি ৫০ ওভারের। সুতরাং লম্বা সময় পাওয়া যাবে তাকে খেলার জন্য।’
×