ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না কোচ জেমি

প্রকাশিত: ০৭:০৭, ৬ সেপ্টেম্বর ২০১৮

জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না কোচ জেমি

রুমেল খান ॥ সফল হতে গেলে চাই সুষ্ঠু পরিকল্পনা, সদিচ্ছা, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম করার মানসিকতা, ধাপে ধাপে অগ্রসর হওয়া এবং ভাগ্যের পরশ। সেই সফলতার সন্ধানই বাংলাদেশ জাতীয় ফুটবল দল করে আসছে গত ১৫ বছর ধরে। সেই ২০০৩ সালে স্বাগতিক হিসেবে তারা জিতেছিল ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফ সজুকি কাপের (সাফ চ্যাম্পিয়নশিপ) শিরোপা। এবার আবারও তারা স্বাগতিকের ভূমিকায়। আগের চেয়ে এবারের দলটি বেশ সংগঠিত এবং সম্ভাবনাময়। ফলে তাদের নিয়েই এখন শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমী। নিজভূমে এ লক্ষ্যে শুরুটাও দুর্দান্ত হয়েছে লাল-সবুজের। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভুটানকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে স্বপ্নের পরিধি আরও বাড়িয়েছে ‘বেঙ্গল টাইগার্স’ দল। আজ বাংলাদেশের দ্বিতীয় গ্রুপ (‘এ’) ম্যাচে মোকাবেলা করবে পাকিস্তান দলকে। এই ম্যাচে পাকিস্তানকে হারালে সেমিফাইনাল খেলা নিশ্চিত হবে বাংলাদেশের। অবশ্য হারলেও সমস্যা নেই। কেননা তখন হাতে থাকবে আরেকটি ম্যাচ। সেই ম্যাচে তখন অবশ্যই জিততে হবে। প্রতিপক্ষ হিসেবে খুবই (পাকিস্তানকে) ‘কঠিন’ বলে মনে করছেন জেমি ডে। বাংলাদেশ দলের এই ব্রিটিশ কোচ বুধবার সিডিউল থাকলেও তার শিষ্যদের অনুশীলন করাননি, যা বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। কিন্তু আগেরদিন ম্যাচ খেলায় খেলোয়াড়রা ছিলেন ক্লান্ত। পরেরদিনও হাইভোল্টেজ-গুরুত্বপূর্ণ ম্যাচ... এসব ভেবেই পরিকল্পনা বদলান জেমি। বাতিল করেন অনুশীলন পর্ব। তবে খেলোয়াড়দের হাল্কা জিম ট্রেনিং করিয়েছেন। অনুশীলনে গিয়ে সংবাদ মাধ্যম যখন অনুশীলন বাতিলের খবর পায় তখন তারা স্বভাবতই হতাশ হয়। কেননা অনুশীলন শেষে কোচ-খেলোয়াড়দের সঙ্গে কথা বলে নিউজ করার পরিকল্পনা ছিল তাদের। তাহলে সেটা কি মাঠে মারা যাবে? না সেটা অবশ্য হয়নি। মিডিয়ার দাবিতেই কোচ এবং এক খেলোয়াড় নিয়ে বাফুফে ভবনে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে কথা বলেন জেমি ডে এবং দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ। জেমি ডে বলেন, ‘পাকিস্তানের খেলা দেখে মনে হলো তারা অনেক শক্তিশালী দল। তাদের কাউন্টার এ্যাটাকের খেলার ধরন ভয়ঙ্কর। শারীরিকভাবেও তারা অনেক এগিয়ে। তাদের চার খেলোয়াড় ড্যানিশ লীগে খেলে। তাছাড়া তাদের কিছু সিনিয়র-অভিজ্ঞ খেলোয়াড়ও আছে। ফলে তাদের বিরুদ্ধে ম্যাচটি অনেক কঠিন হবে। তবে আমরা নিজেদের সেরা খেলাটাই খেলার চেষ্টা করব।’ জেমি আরও বলে, ‘আমাদের দলের অবস্থা ভাল। এশিয়ান গেমসে যারা ভাল খেলেছিল, তাদের অধিকাংশই এই দলে আছে।’ এরপর নিজেদের ওপর চাপ কমাতেই হোক কিংবা অন্য কোন কারণেই হোক, জেমি নিজেদের সবচেয়ে ফেবারিট হিসেবে দাবি করেননি। বরং বলেন, ‘এই আসরে আমার কাছে পাকিস্তানের পর দ্বিতীয় সেরা শক্তিশালী দল মনে হচ্ছে ভারতকে। তারপরই বাংলাদেশ।’ ভুটানের বিরুদ্ধে ম্যাচে দলের হয়ে প্রথম গোল করা তপু বর্মণ বলেন, ‘আমরা শেষ ম্যাচে জিতেছি। এই ম্যাচের ফল আমাদের যথেষ্ট প্রেরণা জোগাবে পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলতে। আমরা একটি দল হিসেবেই খেলব এবং পূর্ণ তিন পয়েন্ট কুড়িয়ে নেব। এ জন্য চেষ্টার কোন ত্রুটি করব না।’ কোন জাতীয় দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা নেই এই কোচের। যতই দিন যাচ্ছিল ততই যেন তলানিতে যাচ্ছিল বাংলাদেশের ফুটবল (মহিলা ফুটবল নয়)। ফিফা র‌্যাঙ্কিংয়ে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তেই আছে লাল-সবুজরা। সাফ অঞ্চলেই শ্রেষ্ঠত্ব অর্জনের খবর নেই, অথচ ২০২২ বিশ্বকাপে খেলার আকাশ-কুসুম স্বপ্ন! ১৫ বছর ধরে সাফ ফুটবলের শিরোপা নেই। এই বন্ধ্যত্ম ঘোচাতে মরিয়া হয়ে উঠেছে বাফুফে। গত মার্চের শেষদিকে লাওসের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরই আচমকাই পদত্যাগ করে বসেন জাতীয় দলের অস্ট্রেলিয়ান কোচ এ্যান্ড্রু অর্ড। তখন থেকেই কোচহীন জাতীয় দল। প্রায় দেড়মাস হয়ে গেলেও নতুন কোচ নিয়োগ দিতে পারেনি তারা। ঢাকায় পা রাখার আগেই অনলাইনে জেমির সঙ্গে চুক্তি করে ফেলে বাফুফে। ৩৮ বছর বয়সী নবীন-অনভিজ্ঞ জেমিই হয়ে যান বাংলাদেশ দলের দ্বিতীয় ব্রিটিশ এবং ২০তম বিদেশী কোচ। গত ১ জুন থেকে আগামী বছরের জুন পর্যন্ত এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। এখন দেখার বিষয়, বাংলাদেশ দলকে সাফের দ্বিতীয় শিরোপা জেতাতে পারেন কি না ২০০৩ সালের সাফজয়ী বাংলাদেশ দলের অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের মতো।
×