ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজই সেমিফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ!

প্রকাশিত: ০৭:০৬, ৬ সেপ্টেম্বর ২০১৮

আজই সেমিফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ!

জাহিদুল আলম জয় ॥ দীর্ঘ পনেরো বছর পর আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলে সেরা হওয়ার স্বপ্ন বাংলাদেশের। নিজভূমে এ লক্ষ্যে শুরুটাও দুর্দান্ত হয়েছে লাল-সবুজের। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভুটানকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে স্বপ্নের পরিধি আরও বাড়িয়েছেন তপু, সুফিলরা। এখন লাল-সবুজদের একটাই লক্ষ্য, ২০০৩ সালের পর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া। এ লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যেতে চায় কোচ জেমি ডে’র দল। প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় থাকা বাংলাদেশ এখন গ্রুপপর্ব পেরিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায়। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে জামাল ভুঁইয়ার দলের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচের দিকে তাই দৃষ্টি সবার। একই গ্রুপের আরেক ম্যাচে বিকেল ৪টায় মুখোমুখি হবে নেপাল ও ভুটান। দু’টি দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। যে কারণে টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। ম্যাচটি যদি ড্র হয় তাহলে লাভবান হবে বাংলাদেশ ও পাকিস্তান দু’দলই। তখন ‘এ’ গ্রুপ থেকে এই দুই দেশেরই সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে। পাকিদের হারালেই বাংলাদেশের এক ম্যাচ হাতে রেখে সেমিতে খেলা নিশ্চিত হতে পারে। এ জন্য অবশ্য কিছুটা অঙ্কের হিসেব থাকবে। তবে নেপাল-ভুটান ম্যাচ যদি ড্র হয় আর পাকিদের হারিয়ে দেয় বাংলাদেশ তাহলে কোন সমীকরণে যেতে হবে না। তখন শেষ গ্রুপ ম্যাচের আগেই সেরা চারে খেলা নিশ্চিত হবে সুফিল, ওয়ালী ফয়সালদের। আর ভুটান-নেপাল ম্যাচে যদি কোন দল জেতে তখন অঙ্কের হিসেবের জন্য শেষ ম্যাচের অপেক্ষা করতে হবে। কিন্তু বাংলাদেশ যদি দ্বিতীয় ম্যাচে জয় পায় তাহলে এক পা দিয়ে রাখবে সেমিতে। তবে সমীকরণ আর অঙ্কের হিসেব নিয়ে ভাবছেন না বাংলাদেশ কোচ জেমি ডে। ইংলিশ এই কোচ ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চান। ভুটানকে ভাল খেলে হারানোর পর এবার পাকিস্তান বধের লক্ষ্য তার। জেমি ডে বলেন, ছেলেরা প্রথম ম্যাচে ভাল খেলেছে। এ ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চায়। তবে পাকিস্তান ভাল দল। ওদের শারীরিক গঠন ও উচ্চতা বেশ ভাল। জিততে হলে তাই আমাদের সেরাটা খেলতে হবে। তবে আমি আশাবাদী ছেলেরা প্রত্যাশিত খেলাটাই খেলতে পারবে। ভুটানকে হারানোর পর থেকেই পাকিদের নিয়ে ভাবতে শুরু করেছেন বাংলাদেশ বস। তিনি বলেন, প্রথম ম্যাচে তিন পয়েন্ট পাওয়ায় আমি খুবই খুশি। এখন পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবনা। পাকিস্তান ভাল দল। তাদের বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে। বাংলাদেশের এক নম্বর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। প্রথম ম্যাচে তাকে বসিয়ে খেলানো হয়েছে শহিদুল আলমকে। এ নিয়ে ভুটান ম্যাচ জয়ের পর কোচকে প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। জেমি ডে এ প্রসঙ্গে বলেন, রানাকে না নিয়ে শহিদুলকে খেলানো হয়েছে সে লম্বা বলে। সে তো কোন গোল হজম করেনি, ভাল করেছে। আসলে এখন নেতিবাচক নয়, ইতিবাচক হওয়াটাই আমাদের উচিত। প্রথম ম্যাচ জিতে সামনের দুটি ম্যাচের জন্য আত্মবিশ্বাস বেড়েছে। আমাদের ভাল খেলতে হবে। সেমিফাইনালে ওঠতে হলে আমাদের আরও কয়েক পয়েন্ট প্রয়োজন। আশাকরি সামনের দুই ম্যাচ থেকে সেটা পাব। সাত জাতির এই চ্যাম্পিয়নশিপে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ যে দু’টি দেশের চেয়ে এগিয়ে তার মধ্যে একটি পাকিস্তান। বর্তমানে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯৪ আর পাকিস্তানের ২০১। নিষেধাজ্ঞা কাটিয়ে তিন বছর পর ফিরেই দুর্দান্ত জয় পেয়েছে পাকিরা। স্বাগতিকরা কঠিন প্রতিপক্ষ হলেও তাই জয়ের স্বপ্ন বুনছে সাদ্দাম হোসের দলও। বাংলাদেশের বিরুদ্ধে সবসময়ই হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে দেশটির। পরিসংখ্যানে এটি স্পষ্ট। এ পর্যন্ত দু’দল ১৬ বার মুখোমুখি হয়েছে। এতে দু’দলই জিতেছে ৬টি করে ম্যাচ। বাকি ৪টি ম্যাচ ড্র হয়। প্রীতি ম্যাচের মুখোমুখি লড়াইয়ে অবশ্য পিছিয়ে আছে বাংলাদেশ। ১২ বারের দেখায় পাকিদের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৪টিতে। ২টি ম্যাচে কেউ হারেনি। যে কোন ফুটবলে দু’দেশের সর্বশেষ দেখায় জয় পাকিদের। ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর নেপালের কাঠমুন্ডুতে প্রীতি ম্যাচে ১-২ গোলে হেরেছিল বাংলাদেশ। পাকিদের বাংলাদেশ সর্বশেষ হারিয়েছে সাত বছর আগে। ২০১১ সালের ২৯ জুন এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই বিশ্বকাপ বাছাই ফুটবলে লাল-সবুজের দেশ জিতেছিল ৩-০ গোলে। সর্বশেষ দেখা বা মুখোমুখিতে পিছিয়ে থাকলেও আজ ফেবারিট হিসেবেই পাকিদের বিরুদ্ধে মাঠে নামছে বাংলার দামাল ছেলেরা। এখন ময়দানী লড়াইয়ে কি হয় সেটাই দেখার।
×