ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:০৪, ৬ সেপ্টেম্বর ২০১৮

টুকরো খবর

বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণসহ আটক ২ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৬ কেজি অবৈধ স্বর্ণ উদ্ধার হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে কাস্টমস কর্মকর্তারা এগুলো উদ্ধার করেন। জানা যায়, যে দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো আটক করা হয়েছে তারা হলো-বাঁশখালী উপজেলার গিয়াস উদ্দিন ও নগরীর পাহাড়তলী এলাকার রবিউল হোসেন। এর মধ্যে গিয়াস উদ্দিন সকালের ইউএস বাংলার ফ্লাইটে এসেছিল মধ্যপ্রাচ্যের মাস্কট থেকে। রবিউল হোসেন নামের অপর জন আসে বিমানের ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দুবাই থেকে। কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান জানান, গিয়াস উদ্দিনের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৫টি স্বর্ণবার, যার ওজন প্রায় ৫ কেজি ২৪৮ গ্রাম। রবিউলের অন্তর্বাস তল্লাশিতে উদ্ধার হয় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৬২ গ্রাম স্বর্ণ। দুজনকেই আটক করে কাস্টমস এ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। . আহত সরকারী কর্মচারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৫ সেপ্টেম্বর ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে ও পিটুনিতে রাজশাহী পোস্টাল ট্রেনিং ইনস্টিটিউটের উচ্চমান সহকারী মোঃ আবু তালেব হাজারী অবশেষে মারা গেলেন। বুধবার শহরের চকছাতিয়ানি গোরস্তানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি রাজশাহী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান। জানা গেছে, সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়া গ্রামের বাড়িতে মোঃ আবু তালেব হাজারী ঈদ-উল-আযহার ছুটিতে আসেন। গত শুক্রবার জুমার নামাজের পর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আব্দুল করিম হাজারীর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সরকারী কর্মচারী মোঃ আবু তালেব হাজারীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। . কেডিএস কারখানায় অগ্নিকান্ড স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন এলাকায় কেডিএস গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে চারটি গাড়ি অকুস্থলে ছুটে যায়। এরপর কারখানার শ্রমিক-কর্মচারীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। . কক্সবাজার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকনাফে রোহিঙ্গা শিবিরে আগুন লেগে ২৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। টেকনাফের কেরুরতলী চাকমারকুল ক্যাম্পে বুধবার ভোরে এ ঘটনা ঘটে। ত্রাণ হিসেবে পাওয়া রোহিঙ্গা কক্ষের গ্যাস সিরিন্ডার হতে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। সূত্রে জানা যায়, বুধবার ভোরে হোয়াইক্যং কেরুনতলী চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ১নং টিলায় অবস্থানরত ৩নং কক্ষ হতে হঠাৎ অগ্নিকা-ের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে ২৮টি ঘর পুড়ে যায়। .
×