ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমপি রানার জামিন আবেদন নামঞ্জুর

প্রকাশিত: ০৬:৫৯, ৬ সেপ্টেম্বর ২০১৮

 এমপি রানার জামিন আবেদন নামঞ্জুর

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ সেপ্টেম্বর ॥ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় বাদীপক্ষের ৪নং সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন আগামী ২৭ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত। এদিকে আসামি এমপি রানার জামিন আবেদনের প্রেক্ষিতে গত ২৬ জুলাই শুনানি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বুধবার বিকেল চারটায় জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার উপস্থিতিতে এ আদেশ দেন টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদা খানম। এদিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টার দিকে এমপি রানার সমর্থকরা মুক্তির দাবিতে শহরের শামসুল হক তোরণ এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া ও লাঠিচাজ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এমপি রানা সমর্থিত ৯ জনকে আটক করেছে। টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সাংবাদিক সম্মেলনে জানান, আটক সকলেই এমপি আমানুর রহমান খান রানা সমর্থিত। এদের মধ্যে রাইছুল ইসলাম রাব্বী (২০) ও মাজাহার হোসেন তমাল (২২) এর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই ম্যাগজিনে ৮ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অপরদিকে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার বিচারের দাবিতে আদালত চত্বর ও শহরের বিভিন্নস্থানে অবস্থান নিয়ে মিছিল করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। উল্লেখ্য, বিগত ২০১৩ সালের ১৮ জানুয়ারি ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ শহরের কলেজপাড়া এলাকার তার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়।
×